skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent Newsমুখ্যমন্ত্রীর আদলে দশভুজা

মুখ্যমন্ত্রীর আদলে দশভুজা

Follow Us :

কলকাতা : কুমোরটুলিতে এই প্রথমবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে দেওয়া হচ্ছে দশভুজার রূপ। এর আগে বিভিন্ন বড় মাপের ব্যক্তিত্বদের মূর্তি বানানোর বায়না পেয়েছে কুমোরটুলির শিল্পীরা। তবে মমতার আদলে দেবী বানানোর বায়না এই প্রথমবার।

এই অভিনব থিমের পরিকল্পনা করেছে বাগুইহাটি নজরুল পার্কের একটি পুজো কমিটি। তাদের এবারের থিম রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প। যেখানে দেবী দুর্গার পাশে থাকবে দশভুজা রূপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। এই মূর্তি তৈরির বায়না পেয়েছেন কুমোরটুলির শিল্পী মিন্টু পাল। তাঁর স্টুডিওতেই জোরকদমে চলছে মাতৃরূপে মমতার মূর্তি গড়ার কাজ।

আরও পড়ুন : করোনা মাথায় নিয়ে দুর্গা চললেন আমেরিকায়

বাঙালির শ্রেষ্ঠ পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। তবে করোনার জন্য গত বছরের মতো এ বছরও বিশেষ জাঁকজমক কিছু চোখে পরছে না ঠিকই। কিন্তু কুমোরটুলিতে গেলে বোঝা যাচ্ছে, দুর্গাপুজো আসন্ন। শিল্পীরা বলছেন, করোনাকালে বায়নায় অনেকটা হেরফের হয়েছে, কারণ ক্লাবগুলোর বাজেট খুব কম। কিন্তু সেই কম বাজেটের মধ্যেই দেবী বানানোর অর্ডার দিচ্ছে তারা।

আরও পড়ুন : কুমারটুলির ভরসা এখন বিদেশি বায়না

শিল্পী মিন্টু পালের স্টুডিওতে জোড় কদমে চলছে মূর্তি গড়ার কাজ। কাঠামোতে মাটি লেপে মমতার রূপ দেওয়ার কাজ প্রায় শেষ। মুখ্যমন্ত্রীর মতই এই মূর্তিতেও পরানো হবে সাদা শাড়ি। তাতে সরু পাড় থাকবে, পায়ে থাকবে হাওয়াই চটি, চুল থাকবে খোপা করা, আর চোখে থাকবে চশমা। মূর্তির পেছনে থাকবে বিশ্ব বাংলার লোগো। দেবী দুর্গার মতই মমতার মূর্তিতে থাকবে ১০টি হাত। বাগুইহাটির ওই ক্লাবের এক কর্তা বলেন, দেবী দুর্গা যেমন নিজের দশ হাত দিয়ে তার সন্তানদের আগলে রাখেন, সে ভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী দশভুজার মত আগলে রেখেছে রাজ্যবাসীকে। তাঁর নিত্য নতুন প্রকল্পের মাধ্যমে রক্ষা করছেন সাধারণ মানুষকে। তাই মুখ্যমন্ত্রীর মূর্তির ১০ হাতে থাকবে তাঁর উন্নয়নের চিহ্ন স্বরূপ ১০টি প্রকল্পের ঝুলি। দুয়ারে সরকার থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী প্রভৃতি। সঠিক সময়ের মধ্যে এই মূর্তি দ্রুত তৈরি করে ক্লাব কর্তাদের হাতে তুলে দেওয়ার জন্য শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। অবশ্য চরম গোপনীয়তা বজায় রেখে সেই মূর্তি তৈরির কাজ চলছে। কারণ শিল্পী জানান, ক্লাব কর্তারা চান না যে, তাঁদের এই অভিনব থিমের কথা বাইরে প্রকাশ পাক।

আরও পড়ুন : দুর্গা প্রতিমা বানিয়ে জনপ্রিয় অশোকনগরের কিশোর শিল্পী তুহিন

বাগুইহাটির ওই ক্লাবের এক কর্তা বলেন, কোনও রাজনৈতিক রঙ দেওয়ার জন্য তাঁদের এই থিম নয়। সাধারণ মানুষের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে চলেছেন, সেই কথা মনে রেখেই এবারের দেবী দুর্গার মূর্তির পাশে রাখা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দশভুজা রূপের মূর্তি। মণ্ডপ সজ্জায় প্রকাশ পাবে তাঁর আর এক প্রকল্প “চোখের আলো”।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Suvendu Adhikari | মুসলমানদের দেশ নয় এটা! কেন বললেন শুভেন্দু?
00:00
Video thumbnail
Hathras | ভোলে বাবা'র সাম্রাজ্য কোথায় কোথায়, দেখুন চাঞ্চল্যকর ভিডিও
01:49:16
Video thumbnail
Bratya Basu | অবসরের পর মিলবে বাড়তি ২ লক্ষ টাকা! বড় ঘোষণা রাজ্যে
01:18:31
Video thumbnail
Suvendu Adhikari | মুসলমানদের দেশ নয় এটা! কেন বললেন শুভেন্দু?
10:36:36
Video thumbnail
Post of Governor | বাংলায় থাকবে না রাজ্যপাল পদ? জোরালো হচ্ছে দাবি!
10:31:15
Video thumbnail
Fourth Pillar | সংসদে দাঁড়িয়ে কাকে ইতিহাস পড়াচ্ছেন, মোদিজি?
10:35:56
Video thumbnail
Aajke | জায়গায় জায়গায় এই জেসিবি, শেখ শাহজাহান, দেবাশিসদের উত্থান
10:40:35
Video thumbnail
TMC | BDO | বিডিও পা ছুঁলেন তৃণমূল নেত্রীর, হুলস্থুল কাণ্ড
02:30:25
Video thumbnail
Lake Gardens Murder | হোটেলে গুলিবিদ্ধ প্রেমিকার নতুন বন্ধুর খোঁজ! ত্রিকোণ প্রেমেই কি গুলি?
01:35:25
Video thumbnail
TMC | আইবুড়ো বিডিওর জন্য কী করলেন তৃণমূল নেত্রী?
01:02:41