skip to content
Sunday, July 7, 2024

skip to content
Homeবিনোদনপাক বিমান ছিনতাইয়ের দৃশ্য হচ্ছে কলকাতায়

পাক বিমান ছিনতাইয়ের দৃশ্য হচ্ছে কলকাতায়

Follow Us :

সালটা ১৯৭১। তরুণের নাম জ্যাঁ ইউজিন পল কুয়ে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ভারতে বাংলাদেশের শরণার্থী শিবিরে চিকিৎসা ও ওষুধের অভাবে মারা যাওয়া মানুষদের জন্য কিছু করার ভাবনা থেকে বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন। এই সত্য ঘটনাকে অবলম্বন করে তৈরি হচ্ছে একটি কাহিনীচিত্র। ছবিটির নাম ‘জেকে ১৯৭১’। কলকাতা শহরে চলতি মাসের মাঝামাঝি শুরু হয়েছে এ ছবির প্রথম লটের শুটিং। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বিদেশের মাটিতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিটির চিত্রনাট্য করেছেন বাংলাদেশের খ্যাতিমান নাট্যকার মাসুম রেজা। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় এ খবর দিয়ে ছবি প্রকাশ করেছেন। ‘জেকে’ মূলত একটি ফরাসি শব্দ। ফরাসি ওই যুবকের নামের আদ্যক্ষর নিয়েই এ ছবির নামকরণ করা হয়েছে। ছবিতে তাঁর ভূমিকায় অভিনয় করবেন কলকাতার শুভ্র সৌরভ দাস। কলকাতার পর কোথায় শুটিং হবে তা এখনও জানা যায়নি।

জ্যাঁ ইউজিন পল কুয়ে ও সেই পাকিস্তানের বিমান

পাইলটের চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। এ ছাড়াও এ ছবিতে দেখা যাবে মাস খানেক ধরেই সংবাদের শিরোনামে থাকা বাংলাদেশের নামকরা অভিনেতা আমান রেজা। মাদক কাণ্ডে গ্রেফতার হওয়া পরিমনির আইনজীবী দলে ছিলেন আমান। ছবিতে এই বিমানের এক যাত্রীর চরিত্রে দেখা যাবে আমানকে। তিনি জানালেন, ‘ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবি। হ্যাইজাকারের আসল উদ্দেশ্য যখন আমরা জানতে পারি, তখন তাঁর প্রতি ভক্তি-শ্রদ্ধা অনেক বেড়ে গিয়েছিল’। বর্তমানে ছবির শুটিংয়ের কাজে তিলোত্তমায় পৌঁছেছেন বাংলাদেশের এই সুদর্শন নায়ক। এটি কোন সন্ত্রাসবাদীদের প্লেন হাইজ্যাকের গল্প নয়। এ এক অন্যরকম বিমান হাইজ্যাক এর কাহিনী। পাক বিমান-বোয়িং ৭২০ হাইজাকের প্রচেষ্টা করা হয়েছিল ১৯৭১ সালের ৩ ডিসেম্বর। প্যারিসের অর্লি বিমানবন্দরে এই বিমান হাতানোর চেষ্টা করেছিলেন ফরাসী যুবক জেকে(জঁ কুয়ে)।

আরও পড়ুন: জঙ্গলের অজানা রহস্য সন্ধানে পরমের সঙ্গে বলি-নায়িকা

বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এই বিমানটি টেক-অফ করতে যাচ্ছিল। এমন সময় বিমানের ককপিটে এক হাতে পিস্তল অন্যহাতে বোমার মতো দেখতে একটি ব্যাগ নিয়ে ঢুকে পড়েন ওই ফরাসী যুবক। তিনি ঐ পাকিস্তান বিমানের পাইলট সব্যসাচী চক্রবর্তী (সাদাত হোসেন)কে ভয় দেখিয়ে ইঞ্জিন বন্ধ করতে বলেন। তিনি দাবি করেন এই ফ্লাইটে করে কুড়ি টন চিকিৎসা সামগ্রী পাঠাতে হবে যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশে, বিমান কোথাও যেতে দেওয়া হবে না। সে সময় সংবাদের শিরোনামে এসেছিল এ খবর। সত্যিই তাঁর প্লেন হাইজ্যাক করার পিছনের কারণ সবাইকে চমকে দিয়েছিল।ফোনে সব্যসাচী জানালেন,’আমার চরিত্রটি খুবই ছোট। কিন্তু ভিন্ন স্বাদের একটি ছবিতে কাজ করে বেশ ভালো লেগেছে। টলিউডে সাধারণত এই ধরনের ছবিতে কাজ করার সুযোগ হয় না’।ছবিতে সব্যসাচীর অংশের শুটিং প্রায় শেষ হয়ে এসেছে।

বাংলাদেশের পরিচালক আরেফিন শুটিংয়ে ব্যস্ত

বাংলাদেশ-শরণার্থী শিবিরে চিকিৎসা ও ওষুধের অভাবে মারা যাওয়া মানুষদের জন্য কিছু একটা করতে হবে এই ভাবনা থেকেই ওই ফরাসী যুবক জঁ কুয়ে এই বিমান ছিনতাই-পরিকল্পনা করেছিলেন। এই ঘটনার পর তৎকালীন ফরাসি সরকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশকে সাহায্য করার। আশ্চর্যের বিষয় ভারতের আশ্রয় শিবিরে এসেছিল সেই ২০ টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী। ২০১৫ সালে প্রকাশিত এ সম্পর্কিত একটি প্রতিবেদন দেখে ছবিটি তৈরি করার ইচ্ছে জাগে বাংলাদেশের পরিচালক আরেফিনের। পরিচালকের সেই স্বপ্নই কলকাতার মাটিতে বাস্তবায়িত হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মার্চ মাসে ছবিটি মুক্তি পাবে। আরেফিনের কথায় এই ছবির মাধ্যমে অন্ধকারে থাকা একটি ইতিহাস দেশ-বিদেশের মানুষ জানতে পারবেন। একইসঙ্গে ফরাসি ওই যুবক জ্যাঁ ইউজিন পল কুয়েকে ‘ফ্রেন্ড অব বাংলাদেশ’ খেতাবের দাবি জানানো হবে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Budget 2024 | ২৩ জুলাই বাজেট, দেশের মানুষের প্রত্যাশা কী কী?
01:20:50
Video thumbnail
Union Budget 2024 | তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট কবে? ঘোষণা হলো দিন
19:25
Video thumbnail
Jamalpur | কলকাতা টিভির খবরের জের, জামালপুর সালিশিসভা কাণ্ড, FIR ১২ জনের নামে
20:45
Video thumbnail
NEET | অনির্দিষ্টকালের জন্য স্থগিত NEET-UG-র কাউন্সেলিং পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কি?
20:05
Video thumbnail
NEET | NEET কেলেঙ্কারি, বাংলায় এলো বিহার পুলিশ ছাপাখানার হদিশ মিলল কোথায়?
52:00
Video thumbnail
Lalu Prasad Yadav | NDA Government | মোদি সরকারের পতন কবে? দিন জানিয়ে দিলেন লালু
03:08:50
Video thumbnail
Bolpur | ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে খুন! নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন?
01:17:50
Video thumbnail
Murshidabad | ৩ দিনে ১১ সদ্যোজাত মৃত্যুর কোলে! কারণ জানলে আঁতকে উঠবেন
27:31
Video thumbnail
Jalpaiguri | সরকারি জমি দখল চলল বুলডোজার কোথায়? দেখুন ভিডিও
24:45
Video thumbnail
Narendra Modi | মোদি ভগবান, ছবিতে দুধ দিয়ে স্নান করালেন! বাংলার বিজেপি নেতা
47:11