skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeCurrent NewsDharma Sansad hate speech: ধর্ম সংসদে গণহত্যার ডাক, আরও ২ ব্যক্তির বিরুদ্ধে...

Dharma Sansad hate speech: ধর্ম সংসদে গণহত্যার ডাক, আরও ২ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের

Follow Us :

উত্তরাখণ্ড: দিল্লি এবং হরিদ্বারের ধর্মীয় (Dharma Sansad) অনুষ্ঠান থেকে সংখ্যালঘু নিধনের (Muslim Genocide) ডাক দেওয়ার ঘটনাতে আরও দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হল৷ শনিবার হরিদ্বার সিটি পুলিসের এসপি শেখর সুয়াল জানিয়েছেন, ঘৃণামূলক বক্তব্য মামলায় আরও দুই ব্যক্তির বিরুদ্ধে মামলাদায়ের হয়েছে৷ তাঁরা হলেন, সাগর সিন্ধু মহারাজ এবং ইয়াতি নরসিংহানন্দ গিরি৷ তাঁদের বিরুদ্ধে ২৯৫এ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ মূলত, ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ কাজ, যে কোনো শ্রেণীর ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে ধর্মীয় অনুভূতিকে ক্ষুব্ধ করার উদ্দেশ্যে-ইত্যাদি অভিযোগে মামলা হয়েছে।

এর আগে ধর্ম দাস ও অন্নপূর্ণা নামে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছিল৷ পুলিস আরও জানান, গত ২৩ ডিসেম্বরের ঘটনায় ওয়াসিম রিজভি ও জিতেন্দ্র ত্যাগী এবং অন্যান্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারায় মামলা করা হয়েছে৷ মূলত অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মীয় হিংসা-উস্কানি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে৷

এ দিকে এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছেন দেশের ৭৬ জন আইনজীবী৷ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সর্বোচ্চ আদালতকে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রধান বিচারপতি এন ভি রামানাকে (CJI N V Ramana) চিঠি লিখলেন তাঁরা৷ চিঠিতে পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন আইনজীবীরা৷ জানিয়েছেন, বর্তমান সময়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে৷ এই ধরনের অনুষ্ঠান বন্ধে অবিলম্বে বিচারব্যবস্থার হস্তক্ষেপ প্রয়োজন৷

প্রশান্ত ভূষণ, বিন্দা গ্রোভার, সলমন খুরশিদ, পটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অঞ্জনা প্রকাশ-সহ আইনবিদদের সই করা চিঠিতে বলা হয়েছে, ওই ধর্মীয় অনুষ্ঠানে যে ধরনের কথাবার্তা বলা হয়েছে তাকে শুধুমাত্র বিদ্বেষমূলক ভাষণ বলা যাবে না৷ খোলাখুলি একটি সম্প্রদায়কে শেষ করার ডাক দেওয়া হয়েছে৷ দেশের একতা, সংহতির পক্ষে যা বিপজ্জনক৷ শুধু তাই নয়, দেশের কোটি কোটি মুসলিমদের জীবন এতে বিপন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷

কয়েকদিন আগে হরিদ্বারের ধর্মসংসদ থেকে মুসলিম গণহত্যার ডাক দিয়েছিলেন সাধু ও সাধ্বীরা৷ সাধ্বী অন্নপূর্ণা বলেছিলেন, ‘ওদের ধ্বংস করতে চাইলে মেরে ফেলতে হবে৷ আমাদের ১০০ লোক দরকার যারা ওদের ২০ লাখ মানুষকে খুন করতে পারবে৷’ সামাজিক মাধ্যমে অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে৷ কিন্তু উদ্যোক্তাদের দাবি, তাঁরা ভুল কিছু বলেননি৷ হিন্দু রক্ষা সেনার প্রবোধানন্দ গিরি জানিয়েছেন, তিনি যা বলেছেন তার জন্য লজ্জিত নন৷ তাই মন্তব্য প্রত্যাহারের প্রশ্ন ওঠে না৷ ভাইরাল হওয়া ভিডিয়োতে এই প্রবোধানন্দ গিরিকে বলতে শোনা গিয়েছে, মায়ানমারের মতো পুলিস, রাজনীতিবিদ, সেনা এবং প্রত্যেক হিন্দুর কাছে অস্ত্র থাকা দরকার৷ তারপর শুরু হোক সাফাই অভিযান৷ এছাড়া অন্য কোনও পথ খোলা নেই৷

আরও পড়ুন: নাগাল্যান্ডে AFSPA প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় প্যানেল, ৪৫ দিনে রিপোর্ট

কিন্তু নাগরিক সমাজ থেকে শুভবুদ্ধসম্পন্ন মানুষ সকলেই একবাক্যে ওই সব সাধু সন্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন৷ হরিদ্বারের ধর্ম সংসদের চারদিন পর পুলিস এফআইআর দায়ের করে৷ সেখানে কেবল নাম রয়েছে একজনের৷ পরে ধর্ম দাস এবং সাধ্বী অন্নপূর্ণার নাম যোগ করা হয়৷ কিন্তু ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করেনি পুলিস৷

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | Mamata Banerjee | নাম নিলেন না মমতার! কী বললেন মোদি?
00:00
Video thumbnail
Bhole Baba | পুলিশ কনস্টেবল থেকে আচমকাই ধর্মগুরু ! অবাক কাহিনী ভোলেবাবার !
00:00
Video thumbnail
Kalyan Banerjee | Modi | মোদিতে রণংদেহী, 'এত ঘেন্না কেন?'
00:00
Video thumbnail
Hemant Soren | ঝাড়খন্ডের কুরসিতে ফের হেমন্ত সোরেন! ইস্তফা চম্পাইয়ের
00:00
Video thumbnail
Dilip Ghosh | 'দিলীপের বৈঠকে 'ডাক পেলেন না শুভেন্দু-সুকান্ত আড়াআড়ি ফাটল বিজেপিতে?
00:00
Video thumbnail
TMC | তৃণমূলের মিছিলে হাঁটলেন 'মৃত' বৃদ্ধা অবাক কাণ্ড বসিরহাটে
00:00
Video thumbnail
Rahul Gandhi | রাহুলকে এ কি বললেন সম্বিত পাত্র!
00:00
Video thumbnail
Sanjay Raut | নরেন্দ্র মোদির বুদ্ধি নিয়েই প্রশ্ন তুলে দিলেন সঞ্জয় রাউত কী বললেন শুনুন
00:00
Video thumbnail
Modi - Rahul | লোকসভায় তুফান তুলেছিলেন রাহুল, রাজ্যসভায় জবাব মোদির, কোন ইস্যুতে মুখ খুললেন ?
04:17:11
Video thumbnail
Bhole Baba | পুলিশ কনস্টেবল থেকে আচমকাই ধর্মগুরু ! অবাক কাহিনী ভোলেবাবার !
05:55:46