skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent NewsGoutam Dev: করোনা আক্রান্ত তৃণমূল নেতা গৌতম দেব, চিকিৎসাধীন হাসপাতালে

Goutam Dev: করোনা আক্রান্ত তৃণমূল নেতা গৌতম দেব, চিকিৎসাধীন হাসপাতালে

Follow Us :

শিলিগুড়ি: করোনা (Corona) আক্রান্ত তৃণমূল নেতা গৌতম দেব(Goutam Dev)। বর্তমানে তিনি শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়ার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। সোমবার রাতে তিনি নিজের করোনা আক্রান্তের খবর জানিয়েছেন গৌতম দেব৷ নিজের ফেসবুক ওয়ালে করোনা আক্রান্তের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন৷ একই সঙ্গে গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষার কথা জানিয়েছেন৷

শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান গৌতম দেব ৩৩ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন। তিনি শিলিগুড়ি তৃণমূলের অন্যতম সেনাপতি৷ তিনি প্রার্থী হওয়ায় গত কয়েক দিন ধরে নির্বাচনী প্রচার চালিয়েছেন৷ ৩৩ নম্বর ওয়ার্ডই নয় শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডেই তৃণমূল কর্মীদের  নিয়ে বিভিন্ন সময়ে ভোট প্রচারে নামেন৷ চিকিৎসকদের অনুমান, এই প্রচার পর্বেই করোনা আক্রান্ত হয়েছেন গৌতম দেব।

৩৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী হলেও গৌতম দেব শিলিগুড়ির ১৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার বাসিন্দা। তবে, এই ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ার কারণে তিনি ৩৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন।

RELATED ARTICLES

Most Popular