skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeCurrent NewsPink Ball Test: ১৬ উইকেট, ৩১৮ রান এ কোন ২২ গজ!

Pink Ball Test: ১৬ উইকেট, ৩১৮ রান এ কোন ২২ গজ!

Follow Us :

একটি টেস্টের প্রথমদিন ১৬ টি উইকেট নিলেন বোলাররা! ৯০ ওভারে রান উঠলো মোট ৩১৮ রান। বেঙ্গালুরুতে ভারত – শ্রীলঙ্কা পিঙ্ক বল টেস্ট শুরু হয়েছে। তার প্রথমদিনের এই চিত্র। এই ব্যাট বলের লড়াইকে কী বলা যায়? মন্দ উইকেট? নাকি অ্যাকশন ঠাসা প্রথমদিন। যাই বলা হোক, এই টেস্ট নিষ্প্রাণ ড্র হবেনা। রেজাল্ট মিলবে।

ভারত আগে ব্যাট করে ২৫২ রান তোলার পর, শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৬ উইকেটে ৮৬ রান তুলে, মোহালির মত একই পরিণতির দিকে এগিয়ে চলেছে। দিনের শেষে নিরোশান ডিকওয়েলা (২৯ বলে ১৩ রান) আর লাসিথ এম্বুল্ডেনিয়া (০) ক্রিজে আছেন।

ভারতীয় দলকে ২৫২ রানে আটকে দেওয়ার পর মনে হচ্ছিল, আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা গুছিয়ে ব্যাটিং করে লড়াই জমিয়ে দেবে। কিন্তু কোথায় কি! অ্যাঞ্জেলো ম্যাথিউস ( ৮৫ বলে ৪৩ রান) যা কিছু লড়াই করলেন। বাকি যা করার করলেন ভারতীয় বোলাররা। পেসার জাসপ্রীত বুমরা (৩/১৫), মহম্মদ শামি (২/১৮) আর অক্ষর প্যাটেল (১/২১) ভাগ করে নিয়েছেন শিকারগুলি।

সত্যি অ্যাকশনে ভরপুর ছিল এই টেস্টের প্রথমদিনের প্রতিটি মূহুর্ত। ময়াঙ্ক আগারওয়ালের আউট দিয়ে শুরু। আবেদন হল এল বি ডব্লু’র। কিন্তু আউট হলেন – রান আউট! রোহিতের (১৫ রান) ৪০০ তম আন্তর্জাতিক ম্যাচটি ব্যাট হাতে স্মরণীয় হল না। ৯.৩ ওভারে ২ উইকেটে ২৯ রান।

আরসিবি’র হোম গ্রাউন্ডে তিনি নামতেই শুধু ‘বি-রা-ট’ ‘বি-রা-ট’ ধ্বনির সঙ্গে জুড়ে গেল,’আর সি বি”। মন্দ চলছিল না। বিরাট-বিহারি (৩১) মিলে তৃতীয় উইকেটে তুলে নিল, ৪৭ রান। বিরাট (২৩ রানে) ফিরে গেলেন। লাঞ্চের পর ৪ উইকেটে ৯৩ থেকে রানের গতি বাড়িয়ে দিলেন ঋষভ পন্থ। সাত-সাতটি বাউন্ডারি হাঁকিয়ে দিলেন। ২৬ বলে ৩৯ রান ছিল নিজস্ব মেজাজে। তবে আগের ম্যাচের মত মেজাজে মেলেনি রবীন্দ্র জাদেজাকে (৪ রান)। শ্রেয়াস আয়ার একদিকে দাঁড়িয়ে লড়ে যাচ্ছিলেন। সঙ্গে পেলেন অশ্বিনকে । সপ্তম উইকেটে সেই জুটি দিল-৩৫ রান। কিন্তু অশ্বিনের (১৩ রান) ছন্দপতন। শ্রেয়স নিজের মেজাজে ব্যাটিং করে যাচ্ছিলেন। উল্টোদিকে অক্ষর প্যাটেল (৯রান) আর শামিকে(৫ রান) নিয়ে নিজের ৫০ রানের (৫২ বলে) গণ্ডি টপকে গেলেন, স্বাভাবিক ছন্দে বাউন্ডারি মেরে-মেরে।
ভারত যখন ৯ উইকেটে ২২৯ রানে, তখন শ্রেয়স শুরু ‘পেটাই ক্রিকেট’। টি টোয়েন্টি মেজাজে চার-ছক্কা ছুটছিল শ্রেয়সের ব্যাট থেকে। দেখতে দেখতে নব্বুইয়ের কোঠায় চলে যান। সকলে যখন তাঁর সেঞ্চুরি দেখার অপেক্ষায়, তিনি ফিরলেন (৯২ রান)। ভারত থেমে গেল, ২৫২ রানে।
ভারতীয় শিবিরে আঘাত হানতে সফল শ্রীলঙ্কার প্রবীণ জায়াবিক্রমা (৩/৮১), লাসিথ এম্বুলদেনিয়ে (৩/৯৪) আর সুরাঙ্গা লকমাল (১/১২)।

আজ দুপুরে ম্যাচ শুরুর আগে ভারত এখনও ১৬৬ রানে এগিয়ে। এখনকার উইকেট নিয়ে প্রশ্ন উঠতেই পারে। পিচে বল পড়ার পর, ব্যাটসম্যান আর উইকেটকিপার তো নাচানানি করেছেনই, ক্লোজ ইন ফিল্ডাররাও তাই করেছেন। রবিবার ম্যাচে ব্যাট – বলের লড়াই আর কী কী দেখায়, সেটাই এখন দেখার।

https://twitter.com/RO45rs/status/1502842161074622464?t=8IXQkA47FuH2aVyLmZTvAg&s=19

শ্রেয়স বার্তা :

” সেঞ্চুরি না পাওয়ার হতাশা তো আছেই। কিন্তু বেশি খুশি যে দল একটা লড়ার মতো স্কোর বোর্ডে নিয়ে মাঠে নেমেছে। এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ”
” এই উইকেট মোটেই দারুণ কিছু নয়। প্রথম ৫ ওভার উইকেটে দাঁড়িয়ে নার্ভাস ছিলাম। বিরতিতে রাহুল ভাইয়ের সঙ্গে কথা বলি। আমার পরিকল্পনার কথা আলোচনা করি। আর সেই পরিকল্পনা মাফিক কাজ হওয়ায় আমি খুশি।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২৫২/১০ (পন্থ-৩৯, শ্রেয়স-৯২)
শ্রীলঙ্কা: ৮৬/৬ (ম্যাথিউজ-৪৩, বুমরাহ- ১৫/৩, শামি- ১৮/২)

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | দুর্নীতির পাহাড় কংগ্রেস আমলেই, কী জবাব দেবে কংগ্রেস?
00:00
Video thumbnail
Narendra Modi | কংগ্রেসকে পরজীবী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জবাব দেবে কংগ্রেস?
00:00
Video thumbnail
Narendra Modi | ঝড় বইছে সংসদে ভাষণ দিতে দিতে কতবার থামলেন মোদি?
00:00
Video thumbnail
Narendra Modi | জবাবি ভাষণ মাঝপথে থামিয়ে বসে পড়লেন মোদি! দেখুন কী হল সংসদে
00:00
Video thumbnail
Narendra Modi | তুমুল হট্টগোল সংসদে, ভাষণ থেমে গেল মোদির?
00:00
Video thumbnail
Narendra Modi | প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ, কী করছেন বিরোধীরা?
00:00
Video thumbnail
Rituparna Sengupta | ED-কে টাকা ফেরৎ দিতে চান ঋতুপর্ণা, কত টাকা জানেন?
00:00
Video thumbnail
Weather Update | দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, অবশ্যই জেনে রাখুন
00:00
Video thumbnail
Rahul Gandhi | স্মৃতিকে নিয়ে কী এমন বললেন কংগ্রেস সাংসদ! যে রাহুল ঘুরে তাকালেন? দেখুন কী হলো
00:00
Video thumbnail
Rituparna Sengupta | পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ED, এবার টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত
02:28