skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeCurrent Newsবৃদ্ধ পিতা-মাতাকে নির্যাতন অপরাধ

বৃদ্ধ পিতা-মাতাকে নির্যাতন অপরাধ

Follow Us :

বৃদ্ধ পিতা মাতাকে নির্যাতন অপরাধ। পুত্রের হাতে নির্যাতিত এক বৃদ্ধ দম্পতির কাতর আর্জির প্রেক্ষিতে এই মত দিলেন কলকাতা হাইকোর্টের বর্তমান এবং প্রাক্তন বিচারপতিদ্বয়।নদিয়ার চাকদহের বাসিন্দা প্রণব কুমার পাল(৮১)। তাঁর স্ত্রীর বয়স ৭১। তাঁদের এক পুত্র ও এক কন্যা। কন্যা বিবাহিত। প্রণব বাবু স্থির করেন তিনি তাঁর বসতবাড়িটি দেবেন তাঁর পুত্রকে এবং কন্যাকে দেবেন একটি ফাঁকা জমি। অভিযোগ তাঁর বার্ধক্যে সুযোগ নিয়ে তাঁর পুত্র গত ২০১৮ সালের এপ্রিল মাসে কৌশলে তাঁর সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেন। তারপর থেকেই পুত্র ও পুত্রবধূ তাঁদের ওপর অত্যাচার চালাতে থাকে। মারধর করা হয় বলেও অভিযোগ। প্রণব বাবু চাকদহ থানার দ্বারস্থ হন। সিনিয়র সিটিজেনের আইন মোতাবেক ২০২০ সালের ১৫ জুন তিনি কল্যাণীর এসডিও -র কাছে তাঁর অত্যাচারের বিষয়টি জানিয়ে আবেদন জানান। পুলিশ ও ট্রাইব্যুনালের বিচার না পেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

সামগ্রিক বিষয়টি শোনার পর বিচারপতি দেবাংশু বসাক নির্দেশ দেন- প্রবীনদের ওপরে অত্যাচারের বিষয়টিতে পুলিশকে আরও সতর্ক হতে হবে এবং গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করতে হবে।
বৃদ্ধ দম্পতি যাতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারেন সেই বিষয়টি নদিয়ার চাকদহ থানার পুলিশকে লক্ষ্য রাখতে হবে
এসডিও ট্রাইব্যুনালে ওই বৃদ্ধ দম্পতির বিচার ৩মাসের মধ্যে শেষ করতে হবে। প্রয়োজনে প্রতিদিন শুনানির মাধ্যমে এই আবেদনের নিষ্পত্তি করতে হবে।
আবেদনকারীর আইনজীবী শিবাজী কুমার দাস বলেন, ‘পিতা-মাতার প্রতি সন্তানের এই অত্যাচার যথেষ্ট দুঃখজনক। যে পিতা-মাতা ছোট থেকে স্নেহ দিয়ে বড় করে তোলে তাঁর পুত্র সন্তানকে তাাঁরা যখন বৃদ্ধ বয়সে সেই সন্তানের দ্বারা প্রস্তুত হন তখন প্রশ্ন ওঠে এ কোন সমাজ?’

এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় মন্তব্য। ‘আমি মনে করি প্রত্যেক সন্তানের বাবা মায়ের প্রতি দায় দায়িত্ব আছে। বাবা-মা যতই খারাপ হোক না কেন প্রবীণ বয়সে তাঁদের দেখাশোনার দায়িত্ব সন্তানের। সন্তান যদি তাঁর কর্তব্যের গাফিলতি করে এবং বাবা মার ওপরে অত্যাচার করে তা নৈতিকভাবে অপরাধ। তাছাড়া আইনগতভাবেও সে অপরাধী।’

বাবা মায়ের প্রতি সন্তানের দায় দায়িত্ব প্রসঙ্গে আধুনিক সমাজের চিন্তা ধারাই এর অন্যতম কারণ বলে মনে করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন গর্ভমেন্ট প্লিডার অশোক কুমার বন্দোপাধ্যায়। তিনি বলেন, ‘বর্তমান যুগের বাবা-মায়েরা ছেলেমেয়েদের ওপর এত স্বার্থপর হয়ে যান পরবর্তীকালে সেটা চুঁইয়ে চুঁইয়ে ছেলে মেয়েদের ওপরে আসে। তাঁরা জানেন না পৃথিবীতে স্বার্থপরতাই শেষ কথা নয়। এর ফলে পরবর্তীকালে বাবা-মায়েরাই ক্ষতিগ্রস্ত হন। আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়। মানুষের প্রবৃত্তিকে আইন দিয়ে নিবৃত্ত করা যায় না। এর জন্য চাই প্রকৃত শিক্ষা ও ভাবনা। সেটা সন্তানকে গড়ে তোলার সময় বাবা-মার তরফেই করা উচিত।’
শিশুকাল থেকে তিলে তিলে গড়ে তোলা সন্তান যখন পিতা-মাতার ওপরে প্রহার করে তখন সমাজের কঙ্কাল চিত্রটি ফুটে ওঠে। তাই প্রত্যেক সন্তান-সন্ততির প্রয়োজন বাবা মায়ের প্রতি প্রকৃত কর্তব্য পালন করা। না হলে বারংবার কলকাতা হাইকোর্টকে এই কর্তব্য পালনের জন্য হস্তক্ষেপ করতে হবে এমনটাই মত বিশেষজ্ঞ মহলের।

RELATED ARTICLES

Most Popular