skip to content
Saturday, June 29, 2024

skip to content
Homeজেলার খবরBankura: পুর প্রশাসককে ফুল-মিষ্টি, প্রশংসা, তৃণমূলে ‘পা বাড়িয়ে’ বাঁকুড়ার বিজেপি-বিধায়ক?

Bankura: পুর প্রশাসককে ফুল-মিষ্টি, প্রশংসা, তৃণমূলে ‘পা বাড়িয়ে’ বাঁকুড়ার বিজেপি-বিধায়ক?

Follow Us :

বাঁকুড়া: ফের বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। সোমবার সাতসকালে বাঁকুড়া পুরসভায় হাজির হয়ে পুর প্রশাসকের হাতে ফুল ও মিষ্টি তুলে দিলেন পদ্ম বিধায়ক। পরে গোটা বিষয়টি সৌজন্য সাক্ষাৎ দাবি করলেও তাঁর মুখে পুর প্রশাসক তথা তৃণমূল নেত্রী অলকা সেন মজুমদারের প্রশংসাকে রীতিমতো ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল। এমনকী শাসকদলে তাঁকে আমন্ত্রণের সবুজ সংকেত দিয়ে পুর প্রশাসকও জানিয়ে দিলেন, তৃণমূলে আসতে চাইলে তাঁকে স্বাগত।
দিন কয়েক আগেই দলের সাংগঠনিক বিষয় নিয়ে ক্ষোভ জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। তারপর থেকে তাঁর একের পর এক কর্মকাণ্ড বিতর্ক তৈরি করেছে রাজনৈতিক মহলে। এবার বিজেপি বিধায়কের এই আচরণ নতুন করে বিতর্ক তৈরি করল।

আরও পড়ুন: Arjun Singh : ভাটপাড়ার অশান্তিতে অর্জুন সিংয়ের বিরুদ্ধে নতুন করে FIR তৃণমূলের

এদিন সকালে বাঁকুড়া পুরসভায় হাজির হন বিজেপি বিধায়ক। হাতে ছিল ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট। ঢুকেই সহাস্যে তা তুলে দেন পুর প্রশাসক অলকা সেন মজুমদারের হাতে। দেখা করেন পুর প্রশাসক বোর্ডের সদস্য তথা তৃণমূলের শিক্ষক নেতা গৌতম দাসের সঙ্গেও। যদিও এটাকে নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি বিধায়কের। বিধায়কের বক্তব্য, নিজের এলাকায় পুরসভার দুটি কাজের তদ্বির করতেই এদিন তিনি পুরসভায় গিয়েছিলেন। তবে এদিন তাঁর মুখে পুর প্রশাসকের প্রশংসা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিধায়ক নিজ মুখে বিষয়টিকে মোটেই ইঙ্গিতবাহী নয় বলে দাবি করলেও বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক মহল বিষয়টিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে।

RELATED ARTICLES

Most Popular