skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent Newsকুলতলির বাইশহাটা গ্রাম পঞ্চায়েত এবার তৃণমূলের

কুলতলির বাইশহাটা গ্রাম পঞ্চায়েত এবার তৃণমূলের

Follow Us :

কুলতলি : আরও এক বিধানসভা তৃণমূলের দখলে। পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠার পর থেকে কুলতলি বিধানসভার বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের দখলে ছিল এস ইউ সি আই এর । এবার সেই পঞ্চায়েতেরও দখল নিল তৃণমূল।

২০২১ বিধানসভা নির্বাচনে কুলতলী বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল। এরপর থেকেই একের পর এক বিরোধী দলে থাকা পঞ্চায়েত গুলি তৃণমূল কংগ্রেস দলের দখলে আসে।

 মঙ্গলবার কুলতলী বিধানসভার তেরোটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে এল। একুশ সদস্যদের বাইশহাটা গ্রাম পঞ্চায়েত যেখানে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল পাঁচ,এস ইউ সি আই কমিউনিস্ট দলের ১৬ জন সদস্য।

আরও পড়ুন – পুজোর আগেই বন্যার আশঙ্কায় ভাগীরথী তীরবর্তী বাসিন্দারা

গত ২২ সেপ্টেম্বর প্রধান ফিরুজা ঘরামি পদত্যাগ করেন। এরপর বাকি ১৪ জন সদস্যও তৃণমূলে যোগদান করঅন।  এরপর মঙ্গলবার ১৯ জন তৃণমূলের সদস্যরা মিলে নাসিরা শেখকে প্রধান নির্বাচিত করেন। ফলে এই পঞ্চায়েতও তৃণমূলের দখলে চলে যায়।

RELATED ARTICLES

Most Popular