skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent NewsCivic Polls: হাবড়ার পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ বামেদের

Civic Polls: হাবড়ার পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ বামেদের

Follow Us :

হাবড়া: উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার হাবড়া পৌরসভা (Habra Municipality) নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ (Candidates List) করল বামফ্রন্ট (Left Front)৷ রবিবার সন্ধেয় হাবড়ার কলতান প্রেক্ষাগৃহে সিপিএমের নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chackroborty) উপস্থিতিতে জেলা বামফ্রন্ট ২৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। সাধারণ মানুষ ভোট দিতে পারলে রাজ্যের শাসকদল হেরে যাবে বলে দাবি সুজনের৷ একই রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কড়া ভাষায় আক্রামণ করেন৷

এ দিন বামেদের প্রার্থী তালিকায় গত পুরভোটে জয়ী ৬ জন পার্থী রয়েছেন৷ ২৪ জনের মধ্যে ১০ জন মহিলা প্রার্থী আর ৮ জন রেড ভলান্টিয়ার রয়েছেন৷ করোনা পরিস্থিতিতে রেডভলান্টিয়ার এলাকায় কাজ করেছেন৷ স্থানীয়রা তাঁদের চেনেন, এ কারণেই পুরভোটে রেড ভলান্টিয়ারদের প্রার্থী করা হয়েছে বলে জেলা বামফ্রন্ট সূত্রের খবর৷ বাম নেতাদের দাবি, রেড ভলেন্টিয়াররাই আগামিদিনে মানুষের পাশে থাকবে৷ হাবড়াবাসীর পাশে থাকতে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের উপর জোর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত পুরসভা নির্বাচনে হাবড়াতে ২৪টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। সিপিএম জয়লাভ করে ৮টি ওয়ার্ডে। সাধারণ মানুষ সুষ্ঠভাবে ভোট দিতে পারলে হাবড়া পুরসভায় ক্ষমতায় আসবে বামেরা, দাবি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।

তাঁর অভিযোগ, বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার হাবড়ায় কোনও উন্নয়ন হয়নি৷ নীল-সাদা রঙের প্রলেপ পড়েছে বামেদের তৈরি একাধিক উন্নয়নমূলক কাজে৷ হাবড়ার বাসিন্দা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার জন্য নতুন কোনও উন্নয়ন করেননি৷ বরং, জেলাটাকে রসাতলে দিয়েছেন বলে কটাক্ষ সুজনের৷

RELATED ARTICLES

Most Popular