skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeজেলার খবরFacebook Live: ফেসবুক লাইভে বাবা,মা-ছেলের আত্মহত্যা বকখালিতে

Facebook Live: ফেসবুক লাইভে বাবা,মা-ছেলের আত্মহত্যা বকখালিতে

Follow Us :

ডায়মন্ড হারবার: ফেসবুক লাইভ করে দক্ষিণ ২৪ পরগনার বকখালির ঝাউবনে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বাবা-মা ও ছেলে। মৃতদের নাম শ্যামল নস্কর (৫১), বুলা নস্কর (৪৬) ও অভিষেক নস্কর (২৬)। রবিবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবারের রত্নেশ্বরপুরে।

মৃত শ্যামল ও বুলার মেয়ে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। সেই গোষ্ঠীর টাকা-পয়সার লেনদেন নিয়ে অন্য সদস্যদের সঙ্গে প্রায়শ বিবাদ হতো। কারণ গোষ্ঠীর তরফ থেকে তাঁদের মেয়ের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ উঠেছিল। যে কারণে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল পরিবারটি।

স্থানীয় সূত্রের খবর, রবিবারও এই নিয়ে সমস্যা হয়। স্বনির্ভর গোষ্ঠীর বেশ কয়েকজন তাঁদের বাড়িতে এসে শ্যামল ও বুলার মেয়েকে নিজেদের সঙ্গে তুলে নিয়ে চলে যায়। এরপর এদিন দুপুরে বকখালিতে চলে আসে ওই পরিবার। সেখানেই সমুদ্র পার্শ্ববর্তী ঝাউবনে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে সকলে আত্মঘাতী হন।

 আত্মহত্যা করার সময় তাঁরা মোবাইলের ফেসবুক লাইভ স্ট্রিম অন করে রাখায় ঘটনা জানাজানি হয়। লাইভ ভিডিয়োটিও ভাইরাল হয়। যে ভিডিয়োতে দেখা যায় ফেসবুক লাইভে এসে ওই পরিবারের তিন জন আত্মহত্যা করছেন। এরপরেই স্থানীয় লোকেরা ডায়মন্ড হারবার থানার পুলিসের সঙ্গে যোগাযোগ করেন। পুলিসের তরফ থেকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষে ফ্রেজারগঞ্জ থানার পুলিস ওই তিন জনের মৃতদেহ উদ্ধার করে।

আরও পড়ুন- Mangalkot : পারিবারিক পিকনিকে অজয় নদে নিখোঁজ কিশোরী

প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, এই স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত বিষয়ে মানসিক অবসাদের জেরেই এই আত্মহত্যা। যদিও এই ঘটনার পিছনে আর অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিস। একইসঙ্গে মৃত তিন ব্যক্তির মোবাইলের কললিস্টও খতিয়ে দেখছে পুলিস। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ পুলিস মর্গে পাঠিয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিস। এই ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।

 

RELATED ARTICLES

Most Popular