skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent Newsবিজেপির দখলে থাকা কুলতলির দখল নিল তৃণমূল কংগ্রেস

বিজেপির দখলে থাকা কুলতলির দখল নিল তৃণমূল কংগ্রেস

Follow Us :

কুলতলি : বিধানসভা ভোটে ভরাডুবির পর পদ্ম ছেড়ে আসার যেন হিড়িক পড়েছে। এবার একই ছবি দেখা গেল কুলতলিতেও।

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৬ নির্দল ১ বিজেপি ৫ এস ইঊ সি আই ২ সদস্য ছিল।  পঞ্চায়েত নির্বাচনের কয়েক মাসের পর কুলতলী বিধানসভা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গোপাল মাঝি  বিধানসভা নির্বাচনে  তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টির যোগদান করেন।

আরও পড়ুন- মালদহে শক্তিক্ষয় বিজেপির, তৃণমূলের দখলে বামনগোলা পঞ্চায়েত সমিতি

ফলে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের হাত থেকে চলে যায় বিজেপিতে। ব্লক সভাপতির সঙ্গে তাঁর সদস্যরাও বিজেপিতে যোগ দেয়। বিধানসভা ভোটে পদ্ম শিবির ভরাডুবি হওয়ার পর সেই সকল পঞ্চায়েত সদস্যরা ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরে আসে।

আরও পড়ুন- ‘যুব সংকল্প যাত্রা’র শুরুতেই গ্রেফতার বিজেপির একাধিক বিধায়ক

৪ অগাস্ট ২৪ আসন বিশিষ্ট  গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী মাঝির  বিরুদ্ধে  অনাস্থা প্রস্তাব আনেন ২২ জন  সদস্য। মঙ্গলবার আস্থা ভোটে তৃণমূল কংগ্রেসের দেবী রানী নস্কর পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। ফলে, আবারও পঞ্চায়েত তৃণমূলের দখলে আসে।

 

 

RELATED ARTICLES

Most Popular