skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeজেলার খবরচড়লেন বট গাছে, নিজেকে দেবী মনসা দাবি মহিলার

চড়লেন বট গাছে, নিজেকে দেবী মনসা দাবি মহিলার

Follow Us :

ঘাটাল: এর আগে বিভিন্ন অদ্ভুত দাবিদাওয়া নিয়ে অনেককেই হাওড়া ব্রিজের মাথায় উঠতে দেখা গিয়েছে।  সেখান থেকে তাঁদের নিচে নামাতে হিমসিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। কিন্তু এবার নিজেকে ভগবান দাবি করে বট গাছের মাথায় উঠলেন মহিলা। তাঁকে গাছ থেকে বেশ বেগ পেত হল ঘাটাল ফায়ার ব্রিগেডের কর্মীদের। ঘটনাটি ঘটেছে বুধবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার আনন্দগড় গ্রামে৷ ওই মহিলার নাম আরতী সিং৷ স্বামীর বাড়ি কেশাপাঠ এলাকায়। পারিবারিক সূত্রে খবর,  স্বামীর থেকে বিচ্ছিন্ন তিনি। প্রায় ৪৫ বছর বয়সের এই মহিলা দীর্ঘদিন ধরেই আনন্দগড় গ্রামে দিদি গীতা সিং-এর কাছেই থাকেন। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন বলেই জানিয়েছে তাঁর পরিবার।

বুধবার সকালেও স্বাভাবিক ছিল তাঁর আচরন ৷ দুপুরের দিকে হঠাৎ বাড়ির সামনে থাকা বটগাছে উঠে পড়েন তিনি ৷ গাছে উঠেই সাপের মতো আচরন করতে থাকেন।  তিনি নাকি সাপের দেবী মনসা হয়ে গিয়েছেন ৷ প্রতিবেশী ও পরিবারের লোকেরা তা দেখে চমকে যান তাঁর এমন কথা শুনে৷ অনেক অনুরোধ করেও তাঁকে গাছ থেকে নামানো যায়নি। পরিস্থিতি বেগতিক দেখে  খবর দেওয়া হয় দাসপুর থানায়। এদিকে ওই মহিলাকে দেখার জন্য ভিড় জমান আশেপাশের গ্রামের বাসিন্দারাও।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসপুর থানার পুলিশ ও ঘাটাল মহকুমার ফায়ার  ব্রিগেডের একটি ইঞ্জিন ।

পুলিশের তৎপরতায় বিচ্ছিন্ন করা হয় গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ। ততক্ষণে ওই মহিলা গাছের ওপরে উঠে বসে চিৎকার শুরু করছেন। হাত ছেড়ে নানান অঙ্গভঙ্গি করছেন। ওই মহিলাকে গাছ থেকে নামানোর চেষ্টা শুরু করেন  ফায়ার  ব্রিগেডের কর্মীরা। তবুও নিজের অবস্থানে অনড় মহিলা। কোনোভাবেই গাছ থেকে নামতে রাজি নন তিনি।

স্থানীয় বাসিন্দা স্বপন মেটা বলেন, ‘’মহিলা মানসিক ভারসাম্যহীন ৷ বাড়িতে থেকে নানা রকমের আচরন করতে থাকেন৷ তবে এই প্রথম গাছে উঠে পড়েছিলেন ৷ পুলিশকে জানাতে পুলিশ উদ্ধার করে দমকলের সাহায্যে৷ ‘’

দমকল কর্মীরা প্রায় ৪৫ মিনিট পর অতি যত্নে মহিলাকে গাছ থেকে একেবারে অক্ষত অবস্থায় নামান হন দমকল কর্মীরা৷ তারপর ওই মহিলাকে তুলে দেওয়া হয় দাসপুর পুলিশের দায়িত্বপ্রাপ্ত মহিলা অফিসারের হাতে।

 

RELATED ARTICLES

Most Popular