skip to content
Sunday, February 9, 2025
Homeআন্তর্জাতিকগ্র্যামির রেড কার্পেটে গায়কের নগ্ন স্ত্রী
Grammys 2025

গ্র্যামির রেড কার্পেটে গায়কের নগ্ন স্ত্রী

সঙ্গীতশিল্পী চন্দ্রিকা টেন্ডন গ্র্যামি জিতেছেন

Follow Us :

গতকাল রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বিশ্ব সংগীতের অন্যতম সম্মানসূচক পুরস্কার গ্রামি অ্যাওয়ার্ডসের ৬৭তম আসর বসেছিল।
সেখানে ভারতীয়-আমেরিকান গ্লোবাল বিজনেস লিডার এবং সঙ্গীতশিল্পী চন্দ্রিকা টেন্ডন বিশ্ব সংগীতের সঙ্গে প্রাচীন মন্ত্র-কে মিশ্রিত করে একটি অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার গ্রামীণ পুরস্কার জয়ের জন্য ৭১ বছরের এই কণ্ঠশিল্পীকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভারতীয় সংস্কৃতি এবং তাঁর অন্যান্য কৃতিত্বের প্রতি অবিচ্ছিন্ন আবেগ সম্পর্কে কথা বলেছেন।
অন্যদিকে, বায়োনস ‘সেরা দেশ অ্যালবাম’ বিভাগে জিতে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হয়ে ইতিহাস তৈরি করেছেন। ঐতিহাসিক মুহূর্ত চিহ্নিত করে গ্লোবাল সুপারস্টার কাউকে জন্য সেরা দেশের অ্যালবাম জিতে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হলেন। পুরস্কার টেলর সুইফট উপস্থাপন করেছিলেন।
এসব খবরের মাঝেই ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৫’ এর অন্য একটি খবর ভাইরাল হয়েছে। বিশ্ব সংগীতের এই ঐতিহ্যপূর্ণ এবং জাঁকজমকপূর্ণ এই আসরের রেড কার্পেটে নগ্ন হয়ে ক্যামেরায় পোজ দিয়ে বিশ্বের মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিতর্কিত মার্কিন র‍্যাপার কানইয়ে ওয়েস্টের স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি।
ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, বেস্ট র‌্যাপ সং বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কানইয়ে ওয়েস্ট। সর্বশেষ এ পুরস্কার জিতেছেন কেন্ড্রিক লামার। পুরস্কার না পেলেও গতকাল স্ত্রী বিয়াঙ্কা সেন্সরিকে নিয়ে অনুষ্ঠানস্থলে হাজির হন তিনি। সেসময়ে ৩০ বছরের বিয়াঙ্কার পরনে কালো রঙের পোশাক ছিল।
বিয়াঙ্কার এমন কাণ্ড নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। কড়া ভাষায় সমালোচনা করছেন নেটিজেনরা। একজন লেখেন, “এই লোকের (কানইয়ে) কাছ থেকে বিয়াঙ্কাকে রক্ষা করা উচিত। সত্যি এটা বিরক্তিকর।” আরেকজন লেখেন, “এটা হতবাক হওয়ার মতো ঘটনা। একই সঙ্গে এটি খুবই দুঃখজনকও। কেউ মেয়েটির মগজ ধোলাই করেছে।”
কালো রঙের কোট পরেই রেড কার্পেটে পা রাখেন বিয়াঙ্কা। কানইয়েও একই রঙের পোশাক পরেছিলেন। রেড কার্পেটে গিয়ে পোশাক খুলে ফেলেন বিয়াঙ্কা। এসময় তার পাশেই দাঁড়িয়েছিলেন কানইয়ে। আত্মবিশ্বাসী বিয়াঙ্কা ক্যামেরার সামনে শরীর প্রদর্শন করেন। এই ফ্যাশন ডিজাইনারের কর্মকাণ্ড দেখে হতভম্ব হয়ে পড়েন উপস্থিতি অতিথিরা।
জানা যায়, এ ঘটনার পর পুলিশ কানইয়ে-বিয়াঙ্কাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয়।
গত বছরের অক্টোবরে মার্কিন র‍্যাপার কানইয়ে ওয়েস্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি। তার অভিযোগ, শাশুড়ি আলেকজান্দ্রা সেন্সরির (বিয়াঙ্কার মা) সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছিলেন ৪৭ বছরের এই গায়ক।

RELATED ARTICLES

Most Popular