নতুন ছবি ‘নিকম্মা’ মুক্তির দিনক্ষণ ঘোষণা করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। দীর্ঘদিন ধরেই মুক্তির অপেক্ষায় ছিল ‘হিরোপন্তি’ খ্যাত পরিচালকের এই ছবি।‘নিকম্মা’-তে শিল্পার সঙ্গে দেখা যাবে বলিপাড়ার নতুন জুটি অভিমন্যু দাসানি ও শার্লি সেটিয়াকে।আগামী ১৭জুন বড়পর্দায় মুক্তি পাবে ‘নিকম্মা’।সোশ্যাল সাইটে ছবি মুক্তির দিন ঘোষণা করলেন শিল্পা শেট্টি সহ ছবির অন্য তারকারাও।দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত ছবি মুক্তি পাচ্ছে,এতেই খুশি পরিচালক সাব্বির খান।তিনি জানিয়েছেন,’নিকম্মা’ একটি জমজমাট রোম্যান্টিক অ্যাকশন এন্টারটেইনার ফিল্ম হতে চলেছে।ছবির গল্প দর্শক দারুণ পছন্দ করবেন।পরিচালকের প্রথম ছবি ‘হিরোপন্তি’-র সৌজন্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন টাইগার শ্রফ ও কৃতি স্যানন।দুজনেই তখন বলিউডে নতুন মুখ ছিলেন।‘নিকম্মা’-র অভিমন্যু ও শার্লির জুটিও একেবারেই নতুন।
View this post on Instagram
এর আগে অভিমন্যু বড়পর্দায় ও ওটিটিতে একটি করে ছবি করলেও শার্লি শুধুমাত্র একটি ছবিতেই অভিনয় করেছেন,তাও সেই ছবি করোনাকালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।টাইগার-কৃতির মতো অভিমন্যু-শার্লির জুটিকেও পছন্দ করবেন দর্শক এমনটাই বলছেন পরিচালক সাব্বির খান।