কলকাতা: হ্যাকারদের খপ্পরে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, “আমার ফেসবুক প্রোফাইল সম্ভবত হ্যাক করা হয়েছে। সকাল থেকে এই বিষয়ে প্রচুর মেসেজ পেয়েছি। সমস্যা সমাধানের চেষ্টা করছে আমার টিম।”
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪২)
এই পোস্টের কিছুক্ষনের মধ্যেই আরও একটি পোস্ট করেন রুক্মিণী। সেই পোস্টে তিনি জানিয়েছেন, আপনাদের সকলকে জানানো হচ্ছে, আমার ফেসবুক পেজ থেকে অথবা আমার ছবি দেওয়া নিশা নামের কোনও আইডি থেকে যোগাযোগ করা হলে দয়া করে কেউ উত্তর দেবেন না। এখনও আমার প্রোফাইল উদ্ধারের কাজ চলছে।

আরও পড়ুন: সলমন খানের বাড়ির সামনে চলল গুলি, তারপর?
উল্লেখ্য, রুক্মিণী মৈত্রকে আগামীতে দেখা যাবে সুপারস্টার জিতের সঙ্গে বুমেরাং (Boomerang) ছবিতে। ছবিটি আগামী ১০ মে মুক্তির কথা আছে। পাশপাশি রামকমলের ‘নটী বিনোদিনী’ হয়ে হাজির হবেন রুক্মিণী। ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়েছে। এছাড়া দেব অভিনীত ছবি টেক্কাতেও তিনি আছেন। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সেই ছবিটি পুজোয় প্রেক্ষাগৃহে আসবে।
আরও খবর দেখুন