মুম্বই: রবিবার সকালে বলিউড অভিনেতা সলমন খানের (Salman Khan) মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলির শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোটর সাইকেলে চেপে এসে দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুলি চালানোর পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। কমপক্ষে দুই-তিন রাউন্ড গুলি চলেছে বলে সূত্রের খবর। কেরিয়ারের শুরু থেকে এখনও পর্যন্ত ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ই থাকেল সলমন। উপরের তলায় থাকেন বাবা সেলিম খান, মা সলমন খান। গ্রাউন্ড ফ্লোরে থাকেন সলমন। এদিন গুলি চলার সময় সলমন বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।
আরও পড়ুন: আদালতের ছাড়পত্র পেল ‘ময়দান’
উল্লেখ্য, এর আগে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমান খান। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সলমনকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। এমনকী গত বছর, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র তরফে জানানো হয়োছিল যে, মিস্টার খান ১০টি গ্যাংয়ের লক্ষ্যের তালিকায় শীর্ষে আছেন। যার মধ্যে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর নামও রয়েছে।
দেখুন ভিডিও: