Monday, September 1, 2025
Homeবিনোদনপ্রয়াত হলেন পরিচালক প্রেম সাগর

প্রয়াত হলেন পরিচালক প্রেম সাগর

তিনি বাবার সঙ্গে 'রামায়ণ' এর কাজ সামলেছেন

ছোট পর্দায় জনপ্রিয় ‘রামায়ণ’ ধারাবাহিকে(Ramayan serial)র পরিচালক রামানন্দ সাগরের পুত্র(Ramanand Sagar’s Son) চলচ্চিত্র নির্মাতা প্রেম সাগর প্রয়াতও(Director Prem Sagar died) হয়েছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি প্রযোজক-চলচ্চিত্র পরিচালক এবং চিত্রগ্রাহক ছিলেন। বেশ কিছুকাল তিনি অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছিলেন। গতকালই শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বর্ষিয়ান পরিচালকের মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন:‘বেটিং অ্যাপ’ কাণ্ডে এবার ইডির নজরে অঙ্কুশ হাজরা, কবে হাজিরার নির্দেশ!!

তিনি বেশ কিছু জনপ্রিয় ছবি ও ধারাবাহিক পরিচালনা করেছেন। পরবর্তীকালে তিনি পরিবারের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘সাগর আর্টস'(Sagar Arts) এ যোগদান করেছিলেন। তিনি বাবার সঙ্গে ‘রামায়ণ'(Ramayan) এর কাজ সামলেছেন। ‘বিক্রম আউর বেতাল'(Vikram Aur Betaal) এবং ‘শ্রীকৃষ্ণ'(Sri Krishna)র সিনেমাটোগ্রাফি ও প্রযোজনার দায়িত্ব সামলেছেন প্রেম।

‘সাগর আর্টস’ এর প্রযোজনাতেই ১৯৮৭সালে দূরদর্শনে প্রথম সম্প্রচারিত হয়েছিল মহাকাব্য ভিত্তিক ধারাবাহিক ‘রামায়ণ’। যা টেলিভিশনের ইতিহাসে মাইল ফলক হয়ে রয়েছে। পাশাপাশি বড় পর্দাতেও তার কাজ দর্শকদের যথেষ্ট আনন্দ দিয়েছে। তার মৃত্যুতে অভিনেতা অরুন গোভিল ও সুনীল লাহরী লিখেছেন,’খুবই দুঃখজনক ঘটনা। ওম শান্তি। শ্রদ্ধেয় প্রেম সাগরজির মৃত্যু যথেষ্ট হৃদয়বিদারক। প্রার্থনা করি ভগবান শ্রী রামচন্দ্র যেন তার আত্মাকে তার কাছে স্থান দেন’।
‘ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিউট অফ ইন্ডিয়া’ (FTII)-এর ছাত্র ছিলেন প্রেম সাগর। হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত পরিচালক বাবা রামায়ণ সাগরের সঙ্গে বেশিরভাগ কাজ করেছেন তিনি।

দেখুন অন্য খবর:

 

Read More

Latest News