Sunday, August 3, 2025
Homeবিনোদনপ্রকাশ্যে এল অস্কারের মনোনয়নের তালিকা

প্রকাশ্যে এল অস্কারের মনোনয়নের তালিকা

সবচেয়ে বেশি মনোনয়ন পেল ‘ওপেনহেইমার’

Follow Us :

মুম্বই: ২৩ জানুয়ারি প্রকাশ্যে এল ২০২৪ সালের অস্কারের মনোনয়নের (Oscar nominations 2024) তালিকা। এক ডজনের বেশি মনোনয়ন পেয়ে সকলকে চমকে দিয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। সেরা ছবির বিভাগে মনোনয়ন পেয়েছে গ্রেটা গারউইগের ‘বার্বি’-ও। আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ৯৬তম অস্কার (96th Academy Awards) বিজয়ীদের হাতে সোনালি ট্রফি তুলে দেওয়া হবে।

সেরা অভিনেত্রীর মনোনয়নের তালিকায় আছেন অনেট বেনিং, লিলি গ্ল্যাডস্টোন, সান্ড্রা হলার, কেরি মুলিগান, এমা স্টোন। সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন ব্রাডলি কুপার, কোলম্যান ডেমিঙ্গো, পল জিয়ামাটি, কিলিয়ান মারফি, জেনিফার রাইট। সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়নের তালিকায় আছেন এমিলি ব্লান্ট, ড্যানিয়েল ব্রুকস, আমেরিকা ফেরারা, জুডি ফস্টার, ডা’ভাইন জয় র‍্যান্ডলফ। সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন পেয়েছেন স্টার্লিং কে. ব্রাউন, রবার্ট ডি নিরো, রবার্ট ডাউনি জুনিয়র, রায়ান গসলিং, মার্ক রাফালো-র মতো জনপ্রিয় অভিনেতারা। বেস্ট অরিজিনাল সং-এর মনোনয়নের তালিকায় উঠে এসেছে ‘দ্য ফায়ার ইনসাইড’ (ফ্লামিং হট), আই এম জাস্ট কেইন (বার্বি), ইট নেভার ওয়েন্ট এওয়ে (আমেরিজান সিম্ফোনি), ওয়াহজাজি- অ্য সং ফর মাই পিপল (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), হোয়াট ওয়াজ আই মেড ফর? (বার্বি)-এর মতো জনপ্রিয় গান।

আরও পড়ুন: বড় ধাক্কা, একাধিক দেশে নিষেধাজ্ঞা ফাইটারে!

২৪-এর অস্কারের মঞ্চে ভারতীয় ছবি ‘টুয়েলভ্থ ফেল’ নিয়ে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু পরীক্ষায় পাশ করতে পারল না বিধু বিনোদ চোপড়া ও বিক্রান্ত ম্যাসির ছবি ‘টুয়েলভ্থ ফেল’। মনোনয়নে জায়গা পেল না দক্ষিণী ছবি ‘২০১৮’-ও। গত বছর অস্কারের মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছিল রাজামৌলির ছবি ‘আর আর আর’। ‘নাটু নাটু’-র মাধ্যমে সেরা মৌলিক গানের অস্কার এসেছিল দেশে। এবছর ‘টুয়েলভ্থ ফেল’ অস্কারের মঞ্চে শিরোপা পাবে, এমনটা অনেকেই মনে করেছিলেন। কিন্তু আশাপূরণ হল না।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39