ইম্ফল: অসম রাইফেলসের (Assam Rifles) এক জওয়ান তাঁর ছয় সহকর্মীকে গুলি করে। তারপরে মঙ্গলবার রাতে মণিপুরে (Manipur) গুলি করে আত্মঘাতী হয়। কর্তৃপক্ষ দাবি করেছে এই ঘটনা মণিপুরে জাতিগত সংঘাতের সঙ্গে সম্পর্কিত নয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ মণিপুরের মায়ানমার সীমান্তের কাছে মোতায়েন অসম রাইফেলস ব্যাটালিয়নে। অসম রাইফেলস – একটি আধাসামরিক বাহিনী – সীমান্ত পাহারা দেয়। পুলিশ জানিয়েছে, আহত ছয় সেনার কেউ মণিপুরের বাসিন্দা নয়।
পুলিশ জানিয়েছে, আহতদেরকে আরও চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাঁরা স্থিতিশীল।
আরও পড়ুন: শাহের পুতুল অসমের মুখ্যমন্ত্রী, মামলায় ভয় পাই না, চ্যালেঞ্জ রাহুলের
ওই নন-কমিশনড অফিসার (এনসিও) সম্প্রতি ছুটি থেকে ফিরেছিলেন। রাতে, তিনি হঠাৎ তাঁর বন্দুক লোড করেন এবং নিজেকে গুলি করার আগে তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। গোলাগুলির ঘটনা রাজ্যে চলমান জাতিগত সংঘাতের সঙ্গে সম্পর্কিত নয়। পুলিশের বক্তব্য, এই দুর্ভাগ্যজনক ঘটনাটিকে চলমান সংঘাতের সঙ্গে সম্পর্কিত করা উচিত নয়, কারণ আহতদের মধ্যে কেউই মণিপুরের নয়। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, মণিপুরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সমাজের মেরুকরণ সত্ত্বেও সমস্ত কর্মীরা একসঙ্গে থেকেছেন এবং কাজ করছেন।
আরও খবর দেখুন