ওয়েব ডেস্ক: ২০২৫ এর ‘আইফা'(IIFA Awards 2025) সেরা অভিনেতার পুরস্কার পেলেন কার্তিক আরিয়ান(Kartik Aaryan)। এছাড়া কিরণ রাও(Kiran Rao) পরিচালিত ‘লাপাতা লেডিস'(Laapataa Ladies) শ্রেষ্ঠ অভিনেত্রী(Best Actress) সহ দশটি পুরস্কার জিতে নিয়েছে। এগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ছবি,সেরা পরিচালনা এবং নীতাংশি গোয়েলের শ্রেষ্ঠ অভিনেত্রী(Nitanshi Goel selected best actress)হিসেবে নির্বাচন।
বলিউড বাদশা শাহরুখ খান(Sharukh Khan) সহ মাধুরী দীক্ষিত(Madhuri Dixit),করণ জোহর(Karan Johar),রেখা(Rekha),শাহিদ কাপুর(Sahid Kapoor), করিনা কাপুর খান(Karina Kapoor Khan) গোলাপি শহরে ‘আইফা’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে(IIFA Award Function) উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:আইফা ২০২৫: ‘লাপাতা লেডিস’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নিতাংশী গোয়েল
নীতাংশি ও কার্তিক ছাড়া সেরা খলনায়ক নির্বাচিত হয়েছেন রাঘব জুয়াল ‘কিল’ ছবির জন্য। সেরা ৫০০ অভিনেত্রী হয়েছেন শয়তান ছবিতে জানতি বদিওয়ালা।
‘লাপাতা লেডিস’ এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা অভিনেতা নির্বাচিত হয়েছেন রবি কিষান। এছাড়া এই ছবির গল্পকার পেয়েছেন সেরা মৌলিক গল্পের পুরস্কার। এই ছবির জন্য সেরা চিত্রনাট্য পুরস্কার পেয়েছেন স্নেহা দেশাই।শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার হয়েছেন শ্রেয়া ঘোষাল। ভারতীয় ছবিতে বিশেষ অবদানের জন্য এ বছর রাকেশ রোশনকে নির্বাচন করা হয়েছে।