ওয়েব ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার উস্তির (USTHI) পর এবার ডানকুনিতে (Dankuni) শুটআউট (Shhotout)। শুক্রবার সন্ধ্যায় দিল্লি রোডের ধারে ওই ঘটনা ঘটে। ডানকুনির ১২ নম্বর ওয়ার্ডে গ্র্যান্ড সিটির কাছে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম বান্টি সাউ। তিনি জেসিবি চালক। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বাড়ি ডানকুনির বন্দের বিলে।
আরও পড়ুন: ফের অবৈধ অনুপ্রবেশ! নদিয়া থেকে ধৃত ২ বাংলাদেশি
দেখুন অন্য খবর: