skip to content
Saturday, April 19, 2025
Homeকলকাতাআড়াই ঘন্টারও বেশি সময় ধরে মেট্রো বিভ্রাট, চরম দুর্ভোগে যাত্রীরা

আড়াই ঘন্টারও বেশি সময় ধরে মেট্রো বিভ্রাট, চরম দুর্ভোগে যাত্রীরা

Follow Us :

কলকাতা: চরম দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রীরা। আড়াই ঘন্টারও বেশি সময় ধরে মেট্রো পরিষেবা ধরে বিঘ্নিত। সেই সঙ্গে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত বাস, ক্যাব পরিষেবা।
কিন্তু কী কারণে এই বিভ্রাট?

মেট্রোরেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, কালীঘাটে মেট্রো রেলের স্টার্টার সিগন্যাল অতিক্রম করার পরই এই যান্ত্রিক গোলযোগ দেখা যায়। সমস্যা সমাধানের জন্য ৮টা ১২ মিনিটে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ শুরু হয়। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এখনও মেট্রো চলাচল বন্ধ রাখতে হয়েছে। কাজ চলছে। শীঘ্রই মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে।

আরও পড়ুন: আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রসঙ্গত, বৃহস্পতিবারই গিরিশ পার্ক মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করায় চরম দুর্ভোগের শিকার হলেন কর্মস্থলের পথে রওনা হওয়া মেট্রোযাত্রীরা।

RELATED ARTICLES

Most Popular