পুরুলিয়া: ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা পুরুলিয়া জেলার বলরামপুরের (Purulia Balarampur) নামশোল সংলগ্ন এলাকার ১৮ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, পুরুলিয়ার (Purulia) দিক থেকে একটি বোলেরো গাড়ি বিয়েবাড়ি থেকে ঝাড়খণ্ডের (Jharkhand) নিমডি থানার দিকে ফিরছিল। অন্যদিকে, বিপরীত দিক থেকে আসছিল একটি ট্রেলার। আচমকা বোলেরোর সঙ্গে ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি (Accident) ঘটে। ঘটনাটি ঘটেছে বলরামপুর নামশোল প্রাইমারি স্কুলের (Balarampur Namsole Primary School) কাছে।
দুর্ঘটনায় গাড়িতে থাকা ৯ জন যাত্রী ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ (Balarampur Police)। পুলিশ রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে বলরামপুর বাসগড় হাসপাতালে (Balarampur Bansgarh Hospital) নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকেরা তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে ৯ জনকেই মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, তাঁদের সকলের বাড়ি ঝাড়খণ্ডের নিমডি (Jharkhand Nimdhi) থানা এলাকায়।
আরও পড়ুন:নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন ঝাড়গ্রাম
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জাতীয় সড়কে অতিরিক্ত গতি ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবেই এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বারংবার। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
দেখুন অন্য খবর