Sunday, August 3, 2025
HomeকলকাতাWBJEE Result: জয়েন্টের শীর্ষে উত্তর ২৪ পরগনা, প্রথম দশে রাজ্য বোর্ডের দুই...

WBJEE Result: জয়েন্টের শীর্ষে উত্তর ২৪ পরগনা, প্রথম দশে রাজ্য বোর্ডের দুই পড়ুয়া

Follow Us :

কলকাতা: পরীক্ষার ঠিক ৪৮ দিনের মাথায়  রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। র‍্যাঙ্ক কার্ড পেয়েছেন ৮০ হাজার ১৩২ জন।  যার মধ্যে ৫৮ হাজার ৬২৩ জন ছাত্র (৭৩.২ শতাংশ)। ২১ হাজার ৫০৯ জন ছাত্রী (২৬.৮ শতাংশ)। উত্তীর্ণের হার ৯৮.৫ শতাংশ। মাধ্যমিকের মতো জয়েন্টেও প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন একই নামের দুই পড়ুয়া। দু’জনের নামই হিমাংশু শেখর। প্রথম হিমাংশু ব্যারাকপুর সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের ছাত্র। দ্বিতীয় হিমাংশু শিলিগুড়ির নির্মাণ বিদ্যা জ্যোতি স্কুল।

জয়েন্টের মেধাতালিকায় প্রথম দশের মধ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মাত্র দুই পড়ুয়া স্থান পেয়েছেন। তাঁরা হলেন, কোচবিহারের জেনকিন্স স্কুলের কৌস্তভ চৌধুরী। তিনি পঞ্চম স্থান অধিকার করেছেন।  ষষ্ঠ হয়েছেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুলের সৌম্যপ্রভ দে। প্রথম দশের মধ্যে ৬ জন সিবিএসই বোর্ডের এবং ২ জন আইএসসি বোর্ডের পড়ুয়া।

শুক্রবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করে জানান, কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন শুরু হয়ে অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহ থেকে। কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হবে সেপ্টেম্বর মাসের মধ্যে। তিনি আরও জানান, ১০ শতাংশ আসন JEE মেনস-এর জন্য রেখে বাকি ৯০ শতাংশ আসনের কাউসেলিং হবে।

WBJEE-এর ফলাফল জানবেন কীভাবে?

wbjeeb.nic.in এবং wbresults.nic.in -এই দুই ওয়েবসাইটে লগ-ইন করতে হবে। হোমপেজে ‘লগইন’ অপশন থাকবে। সেখনে ক্লিক করে পরীক্ষার্থীর সংশ্লিষ্ট নথি বা ক্রেডেন্সিয়াল সাবমিট করলেই দেখা যাবে র‍্যাঙ্ক কার্ড। ডাউনলোড করা যাবে রেজাল্ট।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39