Friday, July 18, 2025
Homeবিনোদনএক রত্তি মেয়ের ছবিতেও নেটিজেনদের বিরূপ প্রতিক্রিয়া

এক রত্তি মেয়ের ছবিতেও নেটিজেনদের বিরূপ প্রতিক্রিয়া

Follow Us :

আজ শুক্রবার ছিল বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়ার জন্মদিন। মায়ের হাসির প্রশংসা করে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিনেত্রী। সেইসঙ্গে প্রিয়াঙ্কা ছয় মাসের কন্যা সন্তান মালতির ছবি প্রকাশ্যে আনলেন। যদিও মেয়ের মুখ ছিল আড়ালে। এতদিন নিজের মেয়েকে লোকচক্ষুর অন্তরালেই রেখেছিলেন প্রিয়াঙ্কা। এবার নেটিজেনরা দেখতে পেল ছোট্ট মালতিকে। অল্প চুলওয়ালা মাথা দেখে নেটিজেনরা বলে উঠেছেন মাথায় একদম চুল নেই। সোশ্যাল মিডিয়ায় এভাবেই শুরু হয়েছে প্রিয়াঙ্কার মেয়েকে নিয়ে ট্রোল। প্রসঙ্গত, সারোগেসির মাধ্যমে মা হয়েছেন অনেক তারার মতন প্রিয়াঙ্কাও। বলিউডের ‘দেশি গার্ল’ বেশ কয়েক বছর ধরেই বিদেশে থাকেন। কোয়ান্টিকো ছবির পর থেকেই হলিউডে অনেক বেশি সময় দিচ্ছেন প্রিয়াঙ্কা। বয়সে ১০ বছরের ছোট মার্কিন পপ তারকা নিক জোনাস এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পর বিয়ের পর আমেরিকার স্থায়ী বাসিন্দা হয়েছেন প্রিয়াংকা। হলিউডের ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’ ছবিতে তাঁকে শেষবারের মতো দেখা গিয়েছিল।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39