skip to content
Friday, June 28, 2024

skip to content
Homeকলকাতাআদালতের উপর অভিমান, প্রাথমিকে নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালেন সিবিআই আইনজীবী

আদালতের উপর অভিমান, প্রাথমিকে নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালেন সিবিআই আইনজীবী

Follow Us :

কলকাতা:  প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল তথা সিবিআই আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। সিবিআইয়ের কথা না শুনে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের মতামতকে আদালত প্রাধান্য দেওয়ায় তিনি এই সিদ্ধান্ত নেন। 

শুক্রবার বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির ছিলেন উপেন বিশ্বাসও। তাঁর করা ভিডিয়োতে যে রঞ্জনের উল্লেখ ছিল, সেই রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে এদিন হাজিরা দিতে বলা হয়েছিল। তিনিও হাজির হন। আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায় দু্র্নীতি মামলায় উপেনের মতামত জানতে চান। উপেন বলেন, একটা নির্দিষ্ট দিন ঠিক করা হোক। সেদিন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা আদালতে বলুন, তদন্তের কী অগ্রগতি হয়েছে। তার নজরদারি করুক আদালত। 

এতে আপত্তি জানান সিবিআই আইনজীবী। তাতেই আদালত বলে, আপনি সীমা ছাড়াবেন না। চাইলে আপনি মামলা থেকে সরে যেতে পারেন। জবাবে এএসজি বলেন, এটা আমার কাছে খুব অস্বস্তিকর। আমি এই মামলা থেকে সরে যেতে চাই। বিচারপতি তাতে সায় দেন। তিনি এই মামলায় যুক্ত আর এক সিবিআই আইনজীবী ধরমবীর সিংকে সোমবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। ওইদিনই মামলার পরবর্তী শুনানি। 

এদিন বিচারপতি চন্দনকে প্রশ্ন করেন, আপনার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে আপনি কিছু জানেন কী। চন্দন বলেন, আমি কিছু জানি না। উপেনবাবুর একটি ভিডিয়োতে আমার সম্পর্কে কিছু অভিযোগ করা হয়েছে বলে শুনেছি। আমার সঙ্গে উপেনবাবুর আলাপ নেই। আজই প্রথম তাঁকে দেখলাম। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন। উপেন বিশ্বাসও জানান, তিনি এই প্রথম চন্দনকে দেখলেন। সিবিআই আইনজীবী বিল্বদল আদালতের প্রশ্নের জবাবে জানান, চন্দন এখন পর্যন্ত তদন্তে অসহযোগিতা করেননি। এর আগে দুবার তিনি সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন। আদালত চন্দনকেও আগামী সোমবার হাজিরার নির্দেশ দেয়।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | স্পিকার ওম বিড়লাকে কী কথা বললেন রাহুল গান্ধী?
03:31:46
Video thumbnail
Mamata Banerjee | পুলিশ-পুরসভাকে কড়া বার্তা, কী কী বললেন?
01:00:15
Video thumbnail
Mamata Banerjee | রাজ্যপালের কাছে যেতে ভয় পাচ্ছে মেয়েরা! এ কী বললেন মমতা?
01:26:41
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর নির্দেশে জয়েন্ট ইনসপেকশন কাদের নির্দেশ? কী কী নির্দেশ?
34:06
Video thumbnail
Mamata Banerjee | ১টা রাস্তা ৫ বছর চলে না কেন? প্রবল ক্ষুব্ধ মমতা
26:01
Video thumbnail
Mamata Banerjee | রাস্তায় আবর্জনা ফেলা যাবে না আর কী কী বললেন মমতা?
36:06
Video thumbnail
Mamata Banerjee | জবরদখল দেখলে গ্রেফতার কাউকে ছাড় নয়
24:16
Video thumbnail
Mamata Banerjee | মন্ত্রীদের কী কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
02:16:51
Video thumbnail
Mamata Banerjee | হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, বললেন মমতা
22:05
Video thumbnail
Mamata Banerjee | নেতাদের কথায় ক্রস চেক হবে না বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর
31:51