Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Home২০২৬ সালেই বাজারে আসতে চলেছে ডেঙ্গি প্রতিরোধক

২০২৬ সালেই বাজারে আসতে চলেছে ডেঙ্গি প্রতিরোধক

ওয়েব ডেস্ক: বর্ষা এলেই বাড়ে ডেঙ্গির (Dengue) প্রকোপ। প্রতিবছরের মতই এবারও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। তবে আগামী বছরই বাজারে আসতে চলেছে ডেঙ্গির টিকা (Dengue Vaccine)। এই টিকা বাজারে এলে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে বলে মন করছেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা।

আইসিএমআর ও পানাসিয়া বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি হওয়া টিকার ইতিমধ্যেই ফেজ-থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে। সরকারি সূত্রে খবর, যাবতীয় ছাড়পত্রের প্রক্রিয়া শেষে ২০২৬ সালেই এটি সাধারণ মানুষের জন্য আসতে চলেছে।

আরও পড়ুন:  একই দিনে ৫ বাঘের মৃত্যু! প্রশ্নের মুখে অভয়ারণ্যের নিরাপত্তা ব্যবস্থা

ডেঙ্গির পাশাপাশি চিকনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার টিকাও তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। চিকনগুনিয়ার টিকা ইতিমধ্যেই ফেজ-টু ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। এই টিকাও খুব শ্রীঘ্রই বাজারে আসতে চলেছে, এমনটাই জানানও হয়েছে।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News