skip to content
Saturday, June 29, 2024

skip to content
HomeখেলাISL 2022 EB vs ATKMB: আজ ডার্বি ঘিরে উন্মাদনা, জিততে মরিয়া দুই...

ISL 2022 EB vs ATKMB: আজ ডার্বি ঘিরে উন্মাদনা, জিততে মরিয়া দুই দল

Follow Us :

আজ, শনিবার আইএসএলে (ISL 2022-23) মেগা ডার্বি। বাঙালির আবেগের বড় ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ডার্বিতে মুখোমুখি এটিকে মোহনবাগান (ATK MB)-ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)।  করোনার দাপটের কারণ গত চারটে সবুজ মেরুন-লাল হলুদ ডার্বি হয়েছিল সমর্থকহীন ফাঁকা স্টেডিয়ামে। এবার বাংলার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরা মাঠে বসে খেলা দেখতে পারবেন। আর তাই এই ডার্বি ঘিরে ব্যাপক উন্মাদনা। যদিও বাগান সমর্থকদের মধ্যে এটিকে নাম যোগ নিয়ে ক্ষোভ থাকায় ডার্বি ঘিরে অভিমানও রয়েছে। ডার্বি মানেই স্নায়ুর চাপ। স্নায়ুর চাপে কে কতটা নিতে পারে তার ওপর নির্ভর করবে অনেক কিছু। সাম্প্রতিক ফর্মের বিচারে দুটো দলকেই ৫০:৫০ রাখছেন বিশেষজ্ঞরা। 

তবে অতীতের হিসেবে অনেকটা এগিয়ে সবুজ মেরুন শিবির। গত চারটে আইএসএলের ডার্বিতে অপরাজিত এটিকে মোহনবাগান। ডার্বি মানেই এখন সবুজ মেরুন দাপট। ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন চাইছেন, ডার্বির চাকা ঘোরাতে। ডার্বি নিয়ে কনস্ট্যান্টাইন বলছেন, তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামব।’ 

আরও পড়ুন-Team India: ম্যান অফ দ্য ম্যাচ সূর্য, ডাচদের ৫৬ রানে হারিয়ে গ্রুপ শীর্ষে ভারত 

চলতি আইএসএলে এটিকে মোহনবাগান-ইস্টবেঙ্গল দুটো দলরেই শুরুটা একেবারেই ভাল হয়নি। ২টো ম্যাচ খেলে এটিকে মোহনবাগান একটিতে জয়, একটিতে হেরে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। ইস্টবেঙ্গল ৩টে খেলে একটাতে জিতে, দুটো হারের ফলে পেয়েছে ৩ পয়েন্ট। লিগ তালিকায় গোল পার্থক্যে এটিকে মোহনবাগান আছে সাতে, আর ইস্টবেঙ্গল ঠিক তার পিছনে।

RELATED ARTICLES

Most Popular