skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeখেলামহাযুদ্ধের প্রাক্কালে কোহলি-বাবরদের সৌহার্দ্য, খোশগল্পে মাতলেন দুই দলের খেলোয়াড়রা 

মহাযুদ্ধের প্রাক্কালে কোহলি-বাবরদের সৌহার্দ্য, খোশগল্পে মাতলেন দুই দলের খেলোয়াড়রা 

Follow Us :

ক্যান্ডি: আর কয়েক ঘণ্টার মধ্যে ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের যুদ্ধ। দুই দেশের কাছে এই ম্যাচ সম্মানের লড়াই। খেলোয়াড়রা মাঠে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তবে মাঠের মধ্যে লড়াই মাঠেই থাকে। মাঠের বাইরে সৌহার্দ্য, সৌজন্য অটুট। বড় ম্যাচের আগের দিন অনুশীলনে সেই ছবিই ধরা পড়ল। হ্যারিস রউফ, শাদাব খান সহ একাধিক পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে খোশমেজাজে গল্প করলেন বিরাট কোহলি (Virat Kohli)। রউফের সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেল ভারতীয় পেসার মহম্মদ সিরাজকে (Mohammad Siraj)। বাবর আজম (Babar Azam) এবং ইমাম উল হকের সঙ্গে কথা বললেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। 

এই দৃশ্য এর আগেও দেখা গিয়েছে। রাজনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্র, কিংবা দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সমস্যা থাকলেও তা ছাপ ফেলেনি খেলোয়াড়দের সম্পর্কে। কোহলি সম্পর্কে বরাবর শ্রদ্ধাশীল থেকেছেন বাবর। কোহলিও বাবরকে একই রকম মত পোষণ করেন। 

আরও পড়ুন: আজ ভারত-পাক মহাযুদ্ধের মধ্যেই রয়েছে ধুন্ধুমার এই পাঁচ ব্যক্তিগত লড়াই 

 

একথা মানতেই হবে, মহারণে কিছুটা হলেও এগিয়ে পাকিস্তান। প্রথমত, তারা একটা ম্যাচ খেলে নিয়েছে, অর্থাৎ ম্যাচ-প্র্যাকটিস হয়ে গিয়েছে। এদিকে ভারতের এটা প্রথম ম্যাচ। দ্বিতীয়ত, দলের প্রধান তারকা বাবর আজম রানের মধ্যে, সে যতই নেপালের মতো দুর্বল প্রতিপক্ষ হোক। তৃতীয়ত, পাকিস্তানের পেস অ্যাটাক যথেষ্ট সমীহ করার মতো। শাহিন আফ্রিদির সঙ্গে হ্যারিস রউফ এবং নাসিম শাহ। চতুর্থত, পাকিস্তান এই মুহূর্তে আইসিসি র‍্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দল। 

এদিকে ভারতের পাঁচ নম্বর স্পটে কে এল রাহুলের (KL Rahul) জায়গায় কে খেলবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা আছে। সম্ভবত ঈশান কিষাণ (Ishan Kishan) উইকেটকিপার ব্যাটার হিসেবে খেলবেন তবে পাঁচ নম্বরেই নামানো হবে কি না ঠিক নেই। কারও মতে তাঁকে হয়তো রোহিতের সঙ্গে ওপেন করিয়ে দেওয়া হবে, তিনে নামবেন শুভমান গিল (Shubman Gill) এবং চারে বিরাট কোহলি (Virat Kohli)। পাঁচে আসবেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। শেষমেশ কী হবে সেটাই বড় প্রশ্ন।

RELATED ARTICLES

Most Popular