স্কুল ইউনিফর্মের (School uniform) রং পাল্টানোকে কেন্দ্র করে তুমুল প্রতিবাদ অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের একটি স্কুলে (school)। এটি শতবর্ষপ্রাচীন স্কুল। ব্রিটিশ আমল থেকে এই স্কুলের পড়ুয়াদের (student) পোশাক ছিল খাকি প্যান্ট, সাদা শার্ট। রাজ্য সরকারের নির্দেশে ইউনিফর্মের রং পাল্টে নীল-সাদা করা হলেও বুধবার অভিভাবকের বিক্ষোভের জেরে পোশাক বিলি বন্ধ হয়ে যায়। এই ঘটনার পরে স্কুলের (school) প্রধান শিক্ষক প্রকাশ কুণ্ডু জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশেই নতুন নীল-সাদা ইউনিফর্ম বিলি করার বন্দোবস্ত করা হয়েছিল। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের কিছুই করণীয় নেই।
সূত্রের খবর, এদিন থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের নীলসাদা ইউনিফর্ম (uniform) বিলির কথা ছিল। এদিন নতুন ইউনিফর্ম বিলি করার দায়িত্ব দেওয়া হয় স্থানীয় স্বয়ম্ভর গোষ্ঠীকে। স্বয়ম্ভর গোষ্ঠীর কর্মীরা সেইমতো নতুন ইউনিফর্ম নিয়ে স্কুলচত্বরে ঢোকার পরে অভিভাবকরা তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। এর জেরে ইউনিফর্ম বিলি শুরু হওয়ার খানিক পরে তা বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ED Teacher Recruitment Scam: শিক্ষক নিয়োগে ডাকাতি হয়েছে, আদালতে জানাল ইডি
শতবর্ষপ্রাচীন এই স্কুলের বিক্ষোভরত অভিভাবক নিমাই নন্দী জানালেন, তিনি এই স্কুলের প্রাক্তন ছাত্র (student)। খাকি প্যান্ট, সাদা সার্ট পরে স্কুলজীবন কাটিয়েছেন। পোশাকের রং বদলে রাজ্য সরকারের নির্দেশ কার্যত স্কুলের ঐতিহ্যের অবমাননা। অন্য অভিভাবকরাও একই কারণে ইউনিফর্মের রং বদলে আপত্তি জানিয়েছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক প্রকাশ কুন্ডু জানিয়েছেন, গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।