Placeholder canvas

Placeholder canvas
HomeদেশGDP: জিডিপির হার ৬.৩ শতাংশ, পূর্বাভাসের তুলনায় আর্থিক বৃদ্ধি কম

GDP: জিডিপির হার ৬.৩ শতাংশ, পূর্বাভাসের তুলনায় আর্থিক বৃদ্ধি কম

Follow Us :

কলকাতা টিভি ডিজিটাল: চলতি আর্থিক বছরের (Financial Year) দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধির (Economic Growth) হার কমে গেল। যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তার থেকে অনেকটাই কম হয়েছে জিডিপির (GDP) হার। বুধবার আর্থিক বৃদ্ধির হার ঘোষণা করেছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে জিডিপির হার হয়েছে ৬.৩ শতাংশ। পূর্বাভাস ছিল ৭ শতাংশ। আরবিআই (RBI) অবশ্য বলেছিল, আর্থিক বৃদ্ধির হার এই ত্রৈমাসিকে ৬.১ শতাংশ থেকে ৬.৩ শতাংশের মধ্যে থাকবে। তাদের কথাই ঠিক হল। গত বছর জুলাই-অগাস্ট-সেপ্টেম্বরের জিডিপি ছিল ৮.৪ শতাংশ।

অর্থনৈতিক বৃদ্ধির চাকার গতি কিছুটা দ্রুত গড়ানোয় চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-মে-জুন) জিডিপির হার ছিল ১৩.৫ শতাংশ। এই ত্রৈমাসিকে জিডিপির হার কী দাঁড়ায়, সেদিকে নজর ছিল বিশেষজ্ঞ মহলের। জিডিপির হার নিয়ে বিভিন্ন মহলের মধ্যে নানা মত দেখা গিয়েছিল। স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখা এসবিআই (SBI) রিসার্চের তথ্যে বলা হয়েছিল, এবার জিডিপি ৫.৮ শতাংশ হতে পারে। দেশের ৪৩ জন অর্থনীতিবিদের মধ্যে ভোটাভুটি করে রয়টার্স (Reuters) জানিয়েছিল, আর্থিক বৃদ্ধির হার ৬.২ শতাংশ হবে। আবার ফিচ বলেছিল, আর্থিক বৃদ্ধি হবে ১৩.৫ শতাংশের কাছাকাছি। 

আরও পড়ুন: ED Teacher Recruitment Scam: শিক্ষক নিয়োগে ডাকাতি হয়েছে, আদালতে জানাল ইডি 

দেশের সামগ্রিক আর্থিক অবস্থা মোটেই ভাল নয় বলে অর্থনীতিবিদদের একটা বড় অংশ মনে করে। গোটা দেশেই দিন দিন শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। নতুন করে কর্মসংস্থান হচ্ছে না। সরকারি বহু সংস্থা হয় বন্ধ করে দেওয়া হচ্ছে কিংবা বেসরকারি হাতে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপির হার কী দাঁড়াবে, তা নিয়ে নানা জল্পনা চলছিল।

RELATED ARTICLES

Most Popular