skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeজেলার খবরPanchayat Election 2023 | দিনহাটায় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী...

Panchayat Election 2023 | দিনহাটায় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলি, আহত দুই

Follow Us :

দিনহাটা: কোচবিহারের দিনহাটায় (Dinhata Cooch Bihar) দুই তৃণমূল (TMC) কর্মীর মধ্যে মনোনয়নপত্র (Nomination) জমা দেওয়াকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি। গুলি লেগে আহত দুই তৃণমূল কর্মীকে। আহত দুজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি,  গোষ্ঠী কোন্দলের ঘটনার জেরেই গুলি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। গুলি চলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। 

পঞ্চায়তের পঞ্চায়তের ভোটের আগে মনোনয়নকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা মহকুমা সিতাই বিধানসভার অন্তর্গত ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই এলাকা। এক তৃণমূল কংগ্রেসকর্মীকে লক্ষ্য করে চলল গুলি। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, গোষ্ঠী কোন্দলের ঘটনার জেরেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ।  প্রার্থী বাছাই নিয়ে বিবাদ চলছিলই৷ এর মাঝেই ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীর লিপ্টন হককে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। গুলি লাগার পর গুরুতর আশঙ্কজনক অবস্থায় ওই তৃণমূল কর্মীকে তড়িঘড়ি দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: Sharad Pawar | এনসিপির দায়িত্বে সুপ্রিয়া, প্রফুল্ল অন্য দায়িত্বে ইতিমধ্যে রয়েছেন অজিত বললেন শরদ পাওয়ার 

এলাকায় সংঘর্ষ হলেও, গুলিচালনার কোনও ঘটনা ঘটেনি, দাবি পুলিশের। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। এ ব্যাপারে তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন,  দলের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই। এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি দল, তা হলে প্রার্থী হবে কী করে! কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের আবেদন জানাব।

পঞ্চায়েতেক দিন ঘোষণার পর থেকে দিকে দিকে শুরু হয়েছে অশান্তি। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মনোনয়ন পর্ব ঘিরে প্রথম দিন থেকেই বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ। মুর্শিদাবাদের খড়গ্রামে এক কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। বেশ কিছু জায়গায় মনোনয়ন জমা দিতে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। ইতিমধ্যে প্রাণও গিয়েছে একজনের। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে বিরোধীরা।

RELATED ARTICLES

Most Popular