Friday, July 18, 2025
HomeScrollআহমেদাবাদ দুর্ঘটনার পর বোয়িংয়ে আস্থা হারাচ্ছে বিশ্ব? বাতিল বহু চুক্তি
Boeing

আহমেদাবাদ দুর্ঘটনার পর বোয়িংয়ে আস্থা হারাচ্ছে বিশ্ব? বাতিল বহু চুক্তি

‘বোয়িং’ ছেড়ে ‘এয়ারবাস’-এর দিকে ঝুঁকছে একাধিক দেশ

Follow Us :

ওয়েব ডেস্ক: বোয়িং (Boeing) মানেই বিপদ। বিগত কয়েকদিনে এই কথাটা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কারণ, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) প্রাণ হারিয়েছেন ২৪১ জন, সেই বিমানটি তৈরি করেছিল মার্কিন সংস্থা বোয়িং। তবে শুধু এখন নয়, আগেও বিভিন্ন সময়ে দুর্ঘটনার কবলে পড়েছে বোয়িং-এর বিমান। পরিসংখ্যান বলছে, বিগত ১০৮ বছরে ছয় হাজারের বেশি বোয়িং-এর বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। আর তাতে প্রাণ হারিয়েছেন নয় হাজারের বেশি মানুষ।

আর সেই কারণে এবার বোয়িং-এর উপর আস্থা হারাচ্ছে একাধিক দেশ। জানা গিয়েছে, এবার বোয়িং ছেড়ে ইউরোপীয় বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাস-এর (Airbus) উপর ভরসা করছে জিনপিং সরকার। একইসঙ্গে তাইওয়ানও বোয়িং বিমানের উপর আশা হারাচ্ছে বলে খবর। বোয়িং-এর অর্ডার বাতিল করে ইউরোপীয় বিমান নির্মাতা সংস্থার থেকে জেট অর্ডার দিয়েছে তাইওয়ান সরকার, এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না, মন্তব্য সিইও-র

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার পরেই চীন (China) এবং তাইওয়ান থেকে এই খবর পাওয়া গেল। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তো উঠছে, বোয়িং-এর উপর কি আর ভরসা করতে পারছেন না বিশ্ব? কারণ একাধিক দেশে বোয়িং-এর সঙ্গে চুক্তি বাতিলের পরিকল্পনা চলছে বলেও খবর মিলেছে। সেক্ষেত্রে এই মার্কিন সংস্থার আন্তর্জাতিক ব্যবসার ভবিষ্যৎ নিয়েও একটা শঙ্কা তৈরি হচ্ছে।

উল্লেখ্য, বোয়িং-এর ইতিহাসও বেশ রক্তাক্ত। পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে ভারতের বুকে যে দুটি বিমান দুর্ঘটনা ঘটেছে, সেই দুটিই হয়েছে বোয়িং বিমানে। শুধু ভারত নয়, বিশ্বজুড়ে গত এক দশকের মোট বিমান দুর্ঘটনার অর্ধেকের বেশি ঘটেছে বোয়িং-এর বিমানে।

দেখুন আরও খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39