skip to content
Friday, June 28, 2024

skip to content
HomeকলকাতাKuntal Ghosh: ইডি-সিবিআইয়ের নাম করে আমার কাছ থেকে তোলা তুলতেন তাপস, গ্রেফতারির...

Kuntal Ghosh: ইডি-সিবিআইয়ের নাম করে আমার কাছ থেকে তোলা তুলতেন তাপস, গ্রেফতারির পরই বিস্ফোরক কুন্তল

Follow Us :

কলকাতা: ইডি এবং সিবিআই আধিকারিকদের নাম করে তাঁর কাছ থেকে বহু টাকা তোলা তুলেছিলেন বারাসতের তাপস মণ্ডল, গ্রেফতারির পর এমনই বিস্ফোরক অভিযোগ তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের। তিনি বলেন, তাপস মণ্ডল ও তাঁর এক শাগরেদ নীলাদ্রি ঘোষ আমার কাছে বারবার ফোন করে টাকা চাইতেন। আমি টাকা দিইনি বলে আমাকে গত পাঁচ মাস ধরে ব্ল্যাকমেলও করে আসছিলেন তাপস। কুন্তলের আরও অভিযোগ তাঁর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে।

শনিবার সকালেই ইডি নিউটাউনের ফ্ল্যাট থেকে কুন্তলকে গ্রেফতার করে। তার কিছুক্ষণ পরই কুন্তলের স্ত্রী জয়শ্রী ঘোষ এক দীর্ঘ বিবৃতি জারি করে তাঁর স্বামীর সপক্ষে একগুচ্ছ কথা জানান। স্বামীর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার যে অভিযোগ তাপস মণ্ডল এনেছেন, তা সবই মিথ্যা বলেই দাবি করেন তিনি। জয়শ্রী জানান, ন্যায়বিচার পেতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির উপর তাঁর পূর্ণ আস্থা আছে। পাশাপাশি তিনি বলেন, তাঁর স্বামী এই বিবৃতি সাংবাদিকদের মাধ্যমে প্রকাশ্যে আনতে বলেছেন।

আরও পড়ুন:TMC ISF Clash: ভাঙড়ে দফায় দফায় আইএসএফ -তৃণমূল সংঘর্ষ, আটক ৪

ওই বিবৃতিতে কুন্তল বলেন, তাপস ও নীলাদ্রি আমার কাছে বারবার ফোন করে টাকা চাইতেন। কিন্তু আমি সেই টাকা দিতে অস্বীকার করি। এরপরই আমাকে সিবিআই ও ইডির কাছে ফাঁসানোর হুমকি দিতে থাকেন তাঁরা। গ্রেফতারির ভয়ে গত কয়েক মাসে একাধিকবার দফায় দফায় তাঁদের টাকা দিয়েছি আমি। কিন্থু শেষে ফের পরিমাণ বাড়াতে বাড়াতে ৫০ লক্ষ টাকা পর্যন্ত দাবি করেন ওই দুজন। কিন্ত তা দিতে না পারায় তাঁরা ইডির বিভিন্ন আধিকারিকের নাম করে আমাকে গ্রেফতারের ভয় দেখাতে থাকেন। আমার কাছে এই বিষয়ে সমস্ত নথি রয়েছে। এমনকী ইডি যখন তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছিল তখনও কুন্তল তাপসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন বলে দাবি করেন।

কুন্তল আরও দাবি, যে সব ইডি আধিকারিকের নাম তুলেছেন তাপস, তাও তাঁর কাছে রয়েছে। তিনি সমস্ত নথি সিবিআই এবং ইডির কাছে জমা দিতে প্রস্তুত। কুন্তল বলেন, তিনি একা নন, এমন অনেকের কাছ থেকে তাপস ও নীলাদ্রি সিবিআই ও ইডির ভয় দেখিয়ে টাকা তুলেছেন। যদিও ইডির উপর আমার আস্থা রয়েছে। তবুও আমার মনে হয় তাপস এবং নীলাদ্রি তাঁদের বিরুদ্ধে প্রমাণ নষ্ট করতে পারেন। শেষে তাঁর দাবি, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমাকে ফাঁসাতে চাইছেন তাপস মণ্ডল। 

আরও পড়ুন:Wrestlers Protest: সরে গেলেন ব্রিজভূষণ, কেন্দ্রের আশ্বাসে বিক্ষোভ উঠল কুস্তিগিরদের

ওই বিবৃতিতে কুন্তল আরও জানান, তাঁর নিউটাউনের যে দুটি ফ্ল্যাটে ইডি তল্লাশি চালিয়েছে, তার একটি কলেজ বেসরকারি অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে তাপস ব্যবহার করতেন। তাপস মিশ্র নামে আর এক শাগরেদকে নিয়ে তাপস মণ্ডল ওই ফ্ল্যাট থেকে নানা বেআইনি কাজকর্ম চালাতেন। সে সংক্রান্ত সমস্ত প্রমাণও তাঁর কাছে কাছে বলে কুন্তলের দাবি।

এদিকে কুন্তলের সমস্ত অভিযোগককে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডল। বারাসতের বাড়িতে বসে এদিন তাপস বলেন, আমি ইডির-সিবিআইয়ের কাছে সমস্ত তথ্য প্রমাণ দিয়েছি বলে কুন্তল নিজেকে বাঁচাতে এ সব হাস্যকর কথাবার্তা বলছে। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | স্পিকার ওম বিড়লাকে কী কথা বললেন রাহুল গান্ধী?
03:31:46
Video thumbnail
Mamata Banerjee | পুলিশ-পুরসভাকে কড়া বার্তা, কী কী বললেন?
01:00:15
Video thumbnail
Mamata Banerjee | রাজ্যপালের কাছে যেতে ভয় পাচ্ছে মেয়েরা! এ কী বললেন মমতা?
01:26:41
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর নির্দেশে জয়েন্ট ইনসপেকশন কাদের নির্দেশ? কী কী নির্দেশ?
34:06
Video thumbnail
Mamata Banerjee | ১টা রাস্তা ৫ বছর চলে না কেন? প্রবল ক্ষুব্ধ মমতা
26:01
Video thumbnail
Mamata Banerjee | রাস্তায় আবর্জনা ফেলা যাবে না আর কী কী বললেন মমতা?
36:06
Video thumbnail
Mamata Banerjee | জবরদখল দেখলে গ্রেফতার কাউকে ছাড় নয়
24:16
Video thumbnail
Mamata Banerjee | মন্ত্রীদের কী কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
02:16:51
Video thumbnail
Mamata Banerjee | হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, বললেন মমতা
22:05
Video thumbnail
Mamata Banerjee | নেতাদের কথায় ক্রস চেক হবে না বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর
31:51