skip to content
Wednesday, July 3, 2024

skip to content
Homeলাইফস্টাইলVastu Tips: বাস্তুশাস্ত্র মতে সংসারে সুখ-সমৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়ায় বাড়ির এই সব...

Vastu Tips: বাস্তুশাস্ত্র মতে সংসারে সুখ-সমৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়ায় বাড়ির এই সব জিনিস

Follow Us :

বাস্তুশাস্ত্র (Vastu shastra) মতে বাড়িতে থাকা প্রত্যেকটি জিনিস তা শো পিস হোক কিংবা আসবাবপত্র, তা বাড়ির পরিবেশকে প্রভাবিত করে। অনেক ক্ষেত্রে আমরা বাড়ির অন্দরসজ্জা নিয়ে এতটাই মেতে উঠি যে এমন কিছু জিনিস বাড়ি নিয়ে আসি যা আমাদের অজান্তেই বাড়ির পরিবেশকে নেতিবাচক (negative energy) করে তোলে। এর ফলে প্রভাবিত হয় বাড়ির আর্থিক স্বচ্ছলতা (prosperity) থেকে শুরু করে স্বাস্থ্য (health), সম্পর্ক (relationships) ইত্যাদি। এই সব জিনিস কী কী জেনে নিন-

ভাঙা বা পুরনো মূর্তি

অনেকেই ভেঙে পছন্দের ভেঙে যাওয়া মূর্তি কিংবা পুরনো মূর্তি ঘরে রেখে দেন। বাবা-ঠাকুরদার যুগের এই সব জিনিসের প্রতি একটা টান থেকে যায়। তাই এগুলো সাজিয়ে না রাখলে বাড়ির কোনও এক কোণে রেখে দেওয়া হয়। অনেকে আবার দেব-দেবীর মূর্তিও ঘরে রেখে দেন। তবে এগুলোর কোনটাই ঘরে রাখা উচিত নয়।

সমাধিস্তম্ভ কিংবা সমাধিসৌধের ছবি

দেশ- বিদেশ জুড়ে এমন অনেক স্থাপত্য আছে যেগুলো একই সঙ্গে ঐতিহ্যবাহী এবং ইতিহাসের নিরিখে যথেষ্ট গুরুত্বপূর্ণ। যাঁদের এই সব বিষয়ে আগ্রহ আছে তাঁরা অনেকেই বাড়িতে এই প্রাচীন স্থাপত্যের ছবি ইত্যাদি বাড়িতে রাখতে পছন্দ করেন। এক্ষেত্রে সজাগ থাকতে হবে যে এই সব প্রাচীন স্থাপত্যগুলির মধ্যে সমাধিস্তম্ভ কিংবা সমাধিসৌধের ছবি না থাকে। যেমন তাজমহল, আকবরের সামধি সৌধ ইত্যাদি।

ময়লা-ছেঁড়া ফাটা জামা বাড়িতে রাখা

অনেকেই পুরনো ছেঁড়া ফাটা জামাকাপড় বাড়িতে জমিয়ে রাখেন। কিন্তু বাস্তুশাস্ত্র মতে এভাবে পুরনো জামাকাপড় বাড়িতে স্টোর করা একেবারেই উচিত নয়। বাড়িতে এর নেতিবাচক প্রভাব পড়ে।

অকাজের জিনিসপত্র

অনেক বাড়িতেই স্টোর রুমে ডাঁই করে রাখা থাকে একাধিক ভাঙাচোরা বা অকাজের জিনিসপত্র কিংবা আসবাবপত্র। বাস্তুশাস্ত্র মতে এই ধরণের জিনিসগুলো কোনও মতেই বাড়িতে রাখা উচিত না। এগুলো সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়ায়। 

RELATED ARTICLES

Most Popular