skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeলাইফস্টাইলDIY lip serum: ঠোঁটের যত্ন নিতে এবার বাড়িতেই বানিয়ে নিন লিপ সিরাম

DIY lip serum: ঠোঁটের যত্ন নিতে এবার বাড়িতেই বানিয়ে নিন লিপ সিরাম

Follow Us :

কখনও রোদে পুড়ে কখনও আবার এই গরমে মাস্কের তলায় ঘেমে গিয়ে নষ্ট হচ্ছে ঠোঁটের জৌলুষ। ঠৌঁট যে শুধু জৌলুষ হারাচ্ছে তাই নয় অল্পেতেই শুষ্ক হয়ে যাচ্ছে ঠোঁটের চামড়া। এই অবস্থায় ঠোঁটের হাল ফেরাতে বাজার থেকে কেনা বাম লাগিয়েও ঠোঁট আগের মত স্বাস্থ্যোজ্জ্বল হচ্ছে না। এই ক্ষেত্রে ঠোঁটে নতুন প্রাণের সঞ্চার করতে পারে লিপ সিরাম। আজকাল বিউটি ওয়ার্ল্ডে  ত্বক কিংবা চুল, সব ক্ষেত্রেই সিরামের খুবই রমরমা। তাই এবার ঠোঁটের যত্ন নিতে সিরাম ব্যবহার করতে পারেন। তবে বাজার থেকে কেনা কেমিক্যাল যু্ক্ত সিরামে চোখ বন্ধ করে ভরসা করতে না পারলে বাড়িতেই এভাবে বানিয়ে নিন লিপ সিরাম।

অ্যালোভেরা জুস ও জোজোবা অয়েল দিয়ে এইভাবে বানিয়ে নিন হাইড্রেটিং লিপ সিরাম

উপকরণ

অর্গ্যানিক অ্যালেভেরা জুস- ১ বড় চামচ

রোজ হাইড্রোসোল- ১ বড় চামচ

হায়ালিউরোনিক অ্যাসিড- ১ বড় চামচ

অর্গ্যানিক জোজোবা অয়েল- ১ বড় চামচ

এই ভাবে বানিয়ে নিন সিরাম

লিপ সিরাম বানানোর জন্য প্রথমে একটি কাঁচের কন্টেনার নিন।

এবার এই কন্টেনার পর পর সবকটি উপকরণ ঢেলে ভাল করে মিশিয়ে নিন।

এই কন্টেনার ঠাণ্ডা এবং শুকনো জায়গদায় রেখে দিন।

প্রত্যেকবার ব্যবহারের আগে এই কন্টেনার ঝাঁকিয়ে ভাল করে উপকরণগুলি মিশিয় নিন। এরপর ব্রাশ কিংবা কিউটিপের সাহায্যে এই সিরাম ঠোঁটে লাগিয়ে নিন।

বয়স বাড়ার ছাপ যে শুধু মুখের ত্বকে পড়ে তা নয় বরং প্রভাবিত হয় ঠোঁটের চামড়াও। অনেকের ক্ষেত্রেই দেখা গেছে বয়স বাড়ার সঙ্গে ঠোঁটের চামড়া পাতলা হয়ে যায়।তখন ঠোঁটে সুক্ষ্মরেখা  কিংবা চামড়া কুঁচকে যাওয়ার ছাপ পড়ে। এক্ষেত্রে অ্যান্টি এজিং লিপ বাম ভীষণ কার্যকরী। কীভাবে বানাবেন দেখে নিন-

উপকরণ

ভিটামিন ই- ১ বড় চামচ

হায়ালিউরোনিক অ্যাসিড-  ১ বড় চামচ

অর্গ্যানিক গ্রিন টি অয়েল- ১ বড় চামচ

কীভাবে বানাবেন

প্রথমে একটি কাঁচের কন্টেনারে সবকটি উপকরণ ঢেলে ভাল করে মিশিয়ে নিন।

এবার এর ঢাকনা বন্ধ করে ঠাণ্ডা জায়গায় রেখে দিন।

ব্যবহারের সময় লিপ ব্রাশ দিয়ে কিংবা আঙুল দিয়ে এই সিরাম ঠোঁটে লাগিয়ে নিন।

(ছবি সৌ: Unsplash)

RELATED ARTICLES

Most Popular