Placeholder canvas

Placeholder canvas
HomeদেশRahul Vs Jaishankar | বিজেপিকে মুছে দেব, দাবি রাহুলের

Rahul Vs Jaishankar | বিজেপিকে মুছে দেব, দাবি রাহুলের

Follow Us :

নিউ ইয়র্ক: কর্নাটকে জয়ের পর কংগ্রেস তেলঙ্গনা এবং অন্যান্য রাজ্যের ভোটেও বিজেপিকে ধূলিস্যাৎ করে দেবে। এমনটাই দাবি প্রাক্তন সাংসদ রাহুল গান্ধীর। তিনি জোরের সঙ্গে বলেন, এটা শুধু কংগ্রেস দল নয়, ভারতের মানুষই ঘৃণায় ভরা আদর্শের রাজনীতিকে পরাজিত করবে। তেলঙ্গনা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়েও বিজেপিকে মুছে দেবে কংগ্রেস। এবং অবশেষে ২০২৪-এর লোকসভা নির্বাচনেও একই হাল হবে বিজেপির। কারণ বিরোধীরা ঐক্যবদ্ধ হচ্ছে। ঘৃণা ও বিভাজনের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ। তার বদলে কংগ্রেসের প্রেম-সৌহার্দ্যের রাজনীতিকে বরণ করে নিচ্ছেন তাঁরা, দাবি রাহুলের।

মার্কিন সফররত কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিবাসী ভারতীয়দের কংগ্রেস আয়োজিত এক নৈশভোজে বলেন, কর্নাটকে আমরা দেখিয়ে দিয়েছি যে, বিজেপিকে আমরা ধূলিসাৎ করতে পারি। আমরা ওদের শুধু হারাইনি। একেবারে গুঁড়ো করে দিয়েছি।

আরও পড়ুন: Cyclone | Weather | একটি-দুটি নয়, ধেয়ে আসছে তিন’টি শক্তিশালী ঘূর্ণিঝড়

আমেরিকায় যাওয়া ইস্তক রাহুল গান্ধী বিজেপি সরকারের এবং নরেন্দ্র মোদির তুলোধনা করছেন। এর আগে তাঁর লন্ডন সফরেও বিতর্ক ছড়িয়েছিল। কংগ্রেস নেতার এহেন লাগাতার আক্রমণের জবাবও দিয়ে চলেছে গেরুয়া শিবির। বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফররত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, এখন তো আমি বাইরে রয়েছি। আগে দেশে ফিরি তারপর সমুচিত জবাব দেব। ব্রিকস বিদেশমন্ত্রীদের সম্মেলনে কেপটাউনে গিয়ে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে রাহুলের নাম না করে জয়শঙ্কর বলেন, কারও বক্তব্যে আমার ভিন্নমত থাকতেই পারে। কিন্তু, এখন যেহেতু আমি দেশের বাইরে রয়েছি, তাই এখানে রাজনীতির কথা বলতে চাই না। আমাকে আগে দেশে ফিরতে দিন, তারপর দেখুন আমি কী করি!

রাহুল গান্ধী ওয়াশিংটন এবং সান ফ্রান্সিসকো ঘুরে আপাতত নিউ ইয়র্কে রয়েছেন। সেখানে রবিবার তাঁর ম্যানহাটনে একটি সভায় যোগদানের কথা রয়েছে। তার আগে নৈশভোজে তিনি বলেন, কর্নাটকে জেতার জন্য বিজেপি কী করেনি! গোটা দেশের মিডিয়া ওদের সঙ্গে রয়েছে। আমাদের থেকে ১০ গুণ বেশি টাকা খরচ করেছে। ওদের হাতেই সরকার। ওদের কাছেই তদন্তকারী সব সংস্থা। ওদের সব কিছু থাকা সত্ত্বেও বিজেপিকে আমরা ধ্বংস করে দিয়েছি, বলেন রাহুল।

তিনি আরও বলেন, এবার আমি আপনাদের জানাতে চাই এরপর তেলঙ্গনায় আমরা বিজেপিকে ধূলিসাৎ করব। নির্বাচনের পরে তেলঙ্গানায় বিজেপিকে খুঁজে পাওয়াই দুষ্কর হবে। দাবি করে রাহুল বলেন, তেলঙ্গানার পর রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সব জায়গাতেই বিজেপিকে মুছে দেব আমরা। তার মূল কারণ হল, ভারতের মানুষ টের পেয়ে গিয়েছেন, এরকম ঘৃণার রাজনীতি করা দল দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | মেদিনীপুরে কোন দল এগিয়ে?
06:38
Video thumbnail
আজকে (Aajke) | দেশের আইন কানুনের উপর এতটুকুও আস্থা নেই স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপি নেতাদের
09:14
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | এই নির্বাচনের সময়েই দাবি তুলুন, আমাদের মৌলিক অধিকার ফেরত পেতে চাই
12:29
Video thumbnail
Politics | পলিটিক্স (01 May, 2024)
23:25
Video thumbnail
Beyond Politics | রোবট ঘুরছে আরডিএক্স বেরোচ্ছে!
11:47
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | অপসারণে অভিমানী কুণাল, আমাকে 'অগ্নিপরীক্ষা' দিতে হবে?
43:49
Video thumbnail
Stadium Bulletin | সব মিথ্যা!! ঋদ্ধিকে ওপেন চ্যালেঞ্জ বোরিয়ার
55:39
Video thumbnail
নারদ নারদ | সিবিআই-এর কাছে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের
20:48
Video thumbnail
Sera 10 | আমি তৃণমূলে ছিলাম, আছি, তৃণমূলেই থাকার চেষ্টা করব: কুণাল
15:56
Video thumbnail
Jelar Saradin | দেখে নিন জেলার সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি...
10:41