skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeCurrent Newsদিল্লিতে বিধায়কের বিরুদ্ধে দলিত মহিলাকে ধর্ষণের অভিযোগ

দিল্লিতে বিধায়কের বিরুদ্ধে দলিত মহিলাকে ধর্ষণের অভিযোগ

Follow Us :

নয়াদিল্লি: ফের জন প্রতিনিধির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল৷ রাজধানী দিল্লিতে এক বিধায়ক ও তাঁর সহযোগীরা এক দলিত মহিলাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ৷ বুধবার নির্যাতিতার অভিযোগ, তাঁকে ধর্ষণ করার পর একাধিকবার ‘ব্লাকমেইল’ করা বা ঘটনার বিষয়ে কাউকে না জানাতে বহুবার হুমকি দেওয়া হয়েছে৷

নির্যাতিতা উত্তর -পশ্চিম দিল্লির সুলতানপুর মাজ্রার এলাকার বাসিন্দা৷ ওই দলিত মহিলা আম আদমি পার্টির বিধায়ক মুকেশ আহলাওয়াত এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। স্থানীয় এসএইচও তাঁর লিখিত অভিযোগ নেয়নি বলেও তিনি জানিয়েছেন। নির্যাতিতাহর দাবি, বিধায়ককে রক্ষার জন্য আমার  লিখিত অভিযোগ নিতে অস্বীকার করেছে স্থানীয় পুলিশ। অথচ, বিধায়ক তাঁকে লাগাতার কয়েক মাস ধরে ধর্ষণ করেছে। এমনকী, তাঁর পরিবারকে প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়েছে।

আরও পড়ুন- পকসো আইনের অপব্যবহার হচ্ছে, সংশোধনের প্রয়োজন মন্তব্য কলকাতা হাইকোর্টের

কিছুদিন আগে দিল্লি ক‌্যান্টনমেন্ট অঞ্চলের পুরোন নাঙ্গল এলাকার প্রান্তিক পরিবারের এক ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল হয় রাজধানী৷ কারণ, শুধু ধর্ষণ করে খুন নয়, নিগৃহীতার পরিবারকে হুমকি দিয়ে পুলিশকে না জানিয়ে নির্যাতিতার দেহটি পুড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও ওঠে। এই ঘটনার আঁচ পৌঁছয় জাতীয় রাজনীতিতে। শুরু হয় শাসক-বিরোধী তর্জা।

আরও পড়ুন- চতুর্থ স্তম্ভ: পেগাসাস, পাপড়ি চাট(04/08/2021)

তৃণমূলের তরফে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন দলের চার সাংসদ৷ নির্যাতিতার মা তাঁদের কাছে আর্জি জানায়,’কিছুই চাই  না শুধু শাস্তি চাই। দোষীদের ফাঁসি চাই। আমি আজ যতটা কষ্ট পাচ্ছি, ওরাও যেন পায়।’ শিশুর মা’কে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘চিন্তা করবেন না, আপনাদের জন্যও মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন।’

আরও পড়ুন- মহরম,দুর্গাপুজোতেও করোনার বিধিনিষেধ থাকবে, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

এরআগে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাহুল-কেজরি দু’জনেই৷

আরও পড়ুন- মাইকের ব্যবসার আড়ালে অস্ত্র তৈরির কারবার

শশ্মানে ঠান্ডা জলের মেশিন থেকে জল আনতে গিয়েছিল ৯ বছরের দলিত মেয়েটি৷ দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পর মেয়েটি বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যায় বাড়ির লোক৷ শুরু হয় খোঁজখবর৷ তবে রাতে শশ্মানের পুরোহিত মেয়েটির বাবা-মাকে ডেকে জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে মেয়েটি৷ অভিযোগ ওঠে, জোর করে মেয়েটির দেহ পুড়িয়ে দেওয়া হয়৷ পরিবারের আরও অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয় শিশুটিকে৷ প্রমাণ লোপাট করতে রাতেই দেহ পুড়িয়ে দেওয়া হয়৷ এই ঘটনায় ওই পুরোহিত-সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ৷

আরও পড়ুন: ২০২৪ লোকসভা নির্বাচনের আগে খুলে যাবে রাম মন্দির

তার পর থেকে দিল্লির ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন বিরোধীরা৷ ঘটনায় লেগেছে রাজনীতির রঙ৷ শিশুটির পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছে কংগ্রেস, আপ, তৃণমূল ও সিপিএম৷ সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের নিরাপত্তা নিয়ে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রককে কাঠগড়ায় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অমিত শাহকে আক্রমণ শানিয়েছেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাট৷ কেন্দ্রকে বিঁধেছেন রাহুল গান্ধীও৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Saayoni Ghosh | Modi | মোদির নামে কী বললেন সায়নী ঘোষ?
00:00
Video thumbnail
BJP | মোদি না RSS, কে বাছবেন বিজেপি সভাপতি?
00:00
Video thumbnail
Mamata Banerjee | বৃষ্টি ভিজেই রথযাত্রার সূচনা করলেন মমতা
00:00
Video thumbnail
Suvendu | উপনির্বাচনে হারের আশঙ্কাতেই কি আগেভাগে সাফাই গাইলেন শুভেন্দু? শুভেন্দুর কথায় কিসের ইঙ্গিত?
00:00
Video thumbnail
Bolpur Insident | বোলপুরকাণ্ডের নেপথ্যে 'পরকিয়া তত্ত্ব'? কী জানাচ্ছে পুলিশ?
12:56
Video thumbnail
Amarnath Yatra Rain | টানা বৃষ্টিতে থমকে অমরনাথ, চারধাম যাত্রা কবে থেকে চালু হবে?
23:36
Video thumbnail
Paper Leak | ফের পেপার লিক বিতর্ক, বড় সমস্যায় সরকার ?
02:01:50
Video thumbnail
Jagannath Rath Yatra 2024 LIVE | এক্সক্লুসিভ জগন্নাথ দর্শন পুরী থেকে সরাসরি
02:35:59
Video thumbnail
Jagannath Rath Yatra 2024 | রথ বেরোতেই বিরল ঘটনা পুরীতে! কী হল দেখুন
03:00:35
Video thumbnail
Suvendu | উপনির্বাচনে হারের আশঙ্কাতেই কি আগেভাগে সাফাই গাইলেন শুভেন্দু? শুভেন্দুর কথায় কিসের ইঙ্গিত?
03:24