skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশDGCA Fines IndiGo: বিশেষ ভাবে সক্ষম শিশুকে বিমানে উঠতে বাধা, শাস্তির মুখে...

DGCA Fines IndiGo: বিশেষ ভাবে সক্ষম শিশুকে বিমানে উঠতে বাধা, শাস্তির মুখে ইন্ডিগো

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বিশেষ ভাবে সক্ষম শিশুকে বিমানে উঠতে বাধা। বেসরকারি এয়ার লাইন সংস্থা ইন্ডিগোকে জরিমানা করল ডিজিসিএ (Directorate General of Civil Aviation)। শনিবার ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ইন্ডিগোকে এই ঘটনার জন্য ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

গত ৭ মে রাঁচি বিমান বন্দর থেকে বাবা-মায়ের সঙ্গে বিশেষ ভাবে সক্ষম এক শিশু হায়দরাবাদ যাওয়ার জন্য বিমানে উঠতে গিয়েছিলেন। শিশুটির বাবা-মায়ের অভিযোগ, শিশুটি বিশেষ ভাবে সক্ষম হওয়ার কারণে তাকে বিমানে উঠতে বাধা দেয় ইন্ডিগো কর্তৃপক্ষ। শিশুটিকে বিমানে চড়তে না দেওয়ার কারণে স্বাভাবিক ভাবে তাঁর মা-বাবাও আর সেদিন বিমানে চড়েননি।

এই গোটা ঘটনার ভিডিয়ো ক্রমেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এমন অমানবিক ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। ৯ মে গঠন করা হয় তিন সদস্যের বিশেষ টিম। সেই টিম তদন্ত শুরু করে। ইন্ডিগোর কাছ থেকে ঘটনার বিবরণ চাওয়া হয়।

ইন্ডিগোর তরফে জানানো হয়, শিশুটি বিমানে ওঠার আগে আতঙ্কিত হয়ে পড়ে। যে কারণেই ওই শিশুটিকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়। এরপর শিশুটিকে উঠতে না দেওয়ার কারণে তার বাবা-মাও বিমানে না ওঠার সিদ্ধান্ত নেন। যদিও ইন্ডিগোর এই বিবরণ সন্তুষ্ট করতে পারেনি ডিজিসিএকে।

আরও পড়ুন- Hindustan Motors: বিরতি ভেঙে রাস্তায় নামছেন ‘রাজা’, আসছে নতুন রূপে অ্যাম্বাস্যাডর

ঘটনার তদন্ত করে ডিজিসিএ জানায়, ‘এই ঘটনায় শিশুটির প্রতি ইন্ডিগোর ব্যবহার একেবারেই সন্তোষজনক নয়। ৫ লক্ষ টাকা জরিমানা তাদের জন্য বড় কিছু না, কিন্তু ইন্ডিগোকে অবশ্যই এই বিষয়ে আরও কিছু চিন্তা করতে হবে। এই ধরনের ঘটনায় কর্তৃপক্ষের আরও সহানুভূতিশীল হওয়া প্রয়োজন ছিল।’

RELATED ARTICLES

Most Popular