skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeScrollDola Sen: জ্বালানির মূল্যবৃদ্ধি, রাজ্যসভায় আলোচনা চেয়ে মুলতবির প্রস্তাব আনলেন দোলা সেন

Dola Sen: জ্বালানির মূল্যবৃদ্ধি, রাজ্যসভায় আলোচনা চেয়ে মুলতবির প্রস্তাব আনলেন দোলা সেন

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যসভায় মুলতবির প্রস্তাব এনেছেন তৃণমূল সাংসদ দোলা সেন। সোমবার রাতেই ঘোষণা হয়েছিল রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হতে চলেছে এবং তা কার্যকর হবে মঙ্গলবার থেকেই। সেইমতো রাজ্যসভায় বাজেট অধিবেশনে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হলেন তৃণমূল সাংসদ দোলা সেন। মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুলতবি প্রস্তাব আনলেন দোলা।
পাঁচ রাজ্যে নির্বাচনের জন্যই রান্নার গ্যাস এবং জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি আটকে রাখা হয়েছিল বলে অনেক বিশেষজ্ঞদের মতামত। পাঁচ রাজ্যের ভোট মিটতেই সরকার নতুন দাম লাগু করছে। রান্নার গ্যাসের পাশাপাশি দাম বেড়েছে পেট্রোল এবং ডিজেলেরও। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নির্বাচনের ফলাফলের ঘোষণা হয়ে গিয়েছে। এবার গ্যাস এবং পেট্রোল-ডিজেলের দাম বাড়াবে কেন্দ্র। সেই আশঙ্কাই সত্যি হল। এই মূল্যবৃ্দ্ধির ফলে মধ্যবিত্তদের মধ্যে অনেকটাই প্রভাব পড়বে বলে মত বিশেষজ্ঞদের।  করোনার কারণে আয়ে অনেকের প্রভাব পড়েছে। রান্নার গ্যাস ও জ্বালানি তেলের দামবৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে এই মূল্য বৃদ্ধি। সিলিন্ডার প্রতি ৫০ টাকা বেড়েছে গ্যাসের দাম। কলকাতায় এলপিজি গ্যাসের দাম বেড়ে হয়েছে ৯৭৬ টাকা। ১৪.২ কেজি গ্যাসের জন্য  এখন থেকে  দিতে হবে ৯৭৬ টাকা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ৮ টাকা। ১৯ কেজি গ্যাসের জন্য দিতে হবে ২০৮৭ টাকা। সোমবার পর্যন্ত কলকাতায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম ছিল ৯২৬ টাকা। কিন্তু এখন থেকে রান্নার গ্যাসের জন্য অতিরিক্ত ৫০ টাকা বরাদ্দ করতে হবে বাজারের খরচ থেকে।
রান্নার গ্যাসের পাশাপাশি বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৮৪ পয়সা। অন্যদিকে লিটার প্রতি ৮৩ পয়সা বেড়েছে ডিজেলেরও। এই নতুন দাম কার্যকর হওয়ার পর কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১১০.৮২ টাকা এবং ডিজেলের দাম ৯৫ টাকা।

আরও পড়ুন: Food Delivery chain: ১০ মিনিটে পৌঁছাবে খাবার, ঘোষণা জোম্যাটোর

আগে থেকেই জানা গিয়েছিল পাইকারি হারে ডিজেলের দাম বৃদ্ধি হবে। সেই অনুযায়ী মঙ্গলবার থেকে পেট্রোল ও ডিজেলের দাম কার্যকর হল। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পেয়েছে পেট্রোল-ডিজেলের দাম। প্রায় এক মাস হতে চলা এই যুদ্ধে বড় তেমনভাবে জ্বালানির দাম বাড়ানো হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই অবস্থায় জ্বালানির মূল্যবৃদ্ধিতে অনেকটাই সমস্যায় পড়েছে মধ্যবিত্তরা।
জ্বালানির মূল্যবৃদ্ধিতে রাজ্যসভায় মুলতবির প্রস্তাব আনলেন দোলা সেন।

RELATED ARTICLES

Most Popular