Monday, September 1, 2025
HomeScrollমহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা! এক্সপ্রেস ট্রেন পিষে দিল একের পর এক যাত্রীকে

মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা! এক্সপ্রেস ট্রেন পিষে দিল একের পর এক যাত্রীকে

মহারাষ্ট্র: ফের ট্রেন দুর্ঘটনা। আর এবার মহারাষ্ট্রে। এক্সপ্রেস ট্রেন পিষে দিল একের পর এক যাত্রীকে। এক এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে, এই গুজব রটিয়ে যায়। তড়িঘড়ি করে যাত্রীরা সেই ট্রেন থেকে নামতে গেলে অপর ট্র্যাক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেস বহু যাত্রীকে পিষে দেয়। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁওয়ের কাছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ঘটনায় এখনও পর্যন্ত নিহত ৮, আহত ৪০ এর উপর। তবে আহত এবং নিহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হয়েছে।

পারান্দা স্টেশনের কাছে, পুষ্পক এক্সপ্রেসে ধাক্কা মারে কর্ণাটক এক্সপ্রেস। কিন্তু কীভাবে ঘটল এই ভয়ঙ্কর দুর্ঘটনা?

আরও পড়ুন: পিছিয়ে গেল আরজি কর মামলার সুপ্রিম শুনানি, কবে হবে?

জানা যাচ্ছে, হঠাৎ করেই পুষ্পক এক্সপ্রেসের ফায়ার এলার্ম বেজে ওঠে। ধীরে ধীরে ট্রেনটি থামতে শুরু করে। তড়িঘড়ি ট্রেন থেকে যাত্রীরা নামতে শুরু করেন। আর তখনই অন্য লাইন ধরে আসছিল কর্ণাটক এক্সপ্রেস। ট্রেনটি যাত্রীদের পিষে দিয়ে যায় বলে খবর। ঘটনায় একাধিক যাত্রী আহত এবং নিহত। মৃতের সংখ্যা হুহু কয়রে বাড়ছে বলে জানা যাচ্ছে। ঘটনার মোড় কোনদিকে যায় এখন সেদিকেই সকলের নজর।

দেখুন অন্য খবর

Read More

Latest News