skip to content
Friday, June 28, 2024

skip to content
Homeদেশপড়াশোনার খরচ জোগাতে টিফিন সরবরাহ করতেন মধ্যপ্রদেশের বিধায়ক

পড়াশোনার খরচ জোগাতে টিফিন সরবরাহ করতেন মধ্যপ্রদেশের বিধায়ক

কমলেশ্বর ডোডিয়ার ১২ লক্ষ টাকা ঋণ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন

Follow Us :

ভোপাল: ত্রিমুখী লড়াইয়ে কংগ্রেস (Congress) এবং বিজেপি (BJP) প্রার্থীকে হারিয়ে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাইরালা বিধানসভা কেন্দ্রে তাক লাগিয়ে দিয়েছেন ভারত আদিবাসী পার্টির কমলেশ্বর ডোডিয়ার (Kamleshwar Dodiyar)। অত্যন্ত গরিব পরিবারের সন্তান কমলেশ্বর দিনমজুরের কাজ করে এলএলবি পাশ করেছেন। পড়াশোনার খরচ জোগাতে তিনি বিভিন্ন জায়গায় টিফিন সরবরাহ করতেন। আদতে গুজরাতের বাসিন্দা কমলেশ্বরের মা ডিম বিক্রি করে সংসার চালাতেন।

বর্তমানে নির্বাচন হয় টাকা, পিআর এজেন্সি, দামি গাড়ি এবং প্রভাবের ভিত্তিতে, কিন্তু কমলেশ্বর ডোডিয়ার এই সবের অভাবে নির্বাচনে জিতেছেন। কমলেশ্বরের কাছে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি বা টাকা নেই। তাঁর সবটুকুই মানুষের ভালোবাসা। সূত্রের খবর, কমলেশ্বর ডোডিয়ার ১২ লক্ষ টাকা ঋণ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি একটি কুঁড়েঘরে থাকেন।

আরও পড়ুন: পণ দিতে পারেনি, পাত্র বিয়ে ভাঙায় আত্মঘাতী তরুণী ডাক্তার

বৃহস্পতিবার একটি বাইকে চড়ে ভোপালের উদ্দেশ্যে রওনা দেন কমলেশ্বর। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে তিনি একটি তিনি হিরো স্প্লেন্ডার বাইকে চড়ে ভোপাল বিধানসভায় কাগজপত্র জমা দিতে যাচ্ছেন। তাঁর বাইকে ‘এমএলএ’ লেখা রয়েছে। এমন সময়ে যখন একজন ছোটো নেতাও স্করপিও বা ফরচুনার গাড়ি চালান। কিন্তু ডোডিয়ার বাইক চালাচ্ছেন।

জয় আদিবাসী যুব সংগঠনের সঙ্গে যুক্ত কমলেশ্বর ডোডিয়ার আদিবাসী অধ্যুষিত সাইলানা বিধানসভা আসন থেকে ভারত আদিবাসী পার্টির ব্যানারে নির্বাচনে জয়ী হয়েছেন। তাঁর জয় সবাইকে অবাক করেছে। তিনি কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে নির্বাচনে জিতেছেন, আর বিজেপি প্রার্থী তৃতীয় হয়েছেন। ২০১৮ সালে তিনি ১৮৭২৬ ভোট পেয়েছিলেন। কিন্তু এই নির্বাচনে কমলেশ্বর ডোডিয়ার ৭১২১৯ ভোট পেয়েছেন এবং তিনি কংগ্রেসের হর্ষ বিজয় গেহলটকে ৪৬১৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। যেখানে বিজেপি প্রার্থী সঙ্গীতা পেয়েছেন মাত্র ৪১৫৮৪ টি ভোট। নির্বাচনে জেতার পর একটি অটোতে করে সমর্থকদের মধ্যে পৌঁছে যান কমলেশ্বর।

নির্বাচনে জয়লাভের পর কমলেশ্বর ডোডিয়ার বলেন, “এটা ভোটারদের বিজয়। ভোটাররা তাদের পূর্ণ সমর্থন দিয়ে সায়লানা বিধানসভায় ইতিহাস সৃষ্টি করেছে। আমি জনগণের প্রত্যাশা পূরণ করব এবং মৌলিক সুযোগ-সুবিধা দেব। এলাকায় উন্নয়নের নতুন গল্প লিখব।”

দেখুন আরও অন্য খবর

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | স্পিকার ওম বিড়লাকে কী কথা বললেন রাহুল গান্ধী?
03:31:46
Video thumbnail
Mamata Banerjee | পুলিশ-পুরসভাকে কড়া বার্তা, কী কী বললেন?
01:00:15
Video thumbnail
Mamata Banerjee | রাজ্যপালের কাছে যেতে ভয় পাচ্ছে মেয়েরা! এ কী বললেন মমতা?
01:26:41
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর নির্দেশে জয়েন্ট ইনসপেকশন কাদের নির্দেশ? কী কী নির্দেশ?
34:06
Video thumbnail
Mamata Banerjee | ১টা রাস্তা ৫ বছর চলে না কেন? প্রবল ক্ষুব্ধ মমতা
26:01
Video thumbnail
Mamata Banerjee | রাস্তায় আবর্জনা ফেলা যাবে না আর কী কী বললেন মমতা?
36:06
Video thumbnail
Mamata Banerjee | জবরদখল দেখলে গ্রেফতার কাউকে ছাড় নয়
24:16
Video thumbnail
Mamata Banerjee | মন্ত্রীদের কী কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
02:16:51
Video thumbnail
Mamata Banerjee | হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, বললেন মমতা
22:05
Video thumbnail
Mamata Banerjee | নেতাদের কথায় ক্রস চেক হবে না বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর
31:51