skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeদেশSEBI: শেয়ার বাজারে কোটি টাকার দুর্নীতি, হোয়াটসঅ্যাপ গ্রুপ-টেলিগ্রাম চ্যানেল বন্ধ করে দিল...

SEBI: শেয়ার বাজারে কোটি টাকার দুর্নীতি, হোয়াটসঅ্যাপ গ্রুপ-টেলিগ্রাম চ্যানেল বন্ধ করে দিল সেবি

Follow Us :

কলকাতা টিভি ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম খুলে শেয়ার সংক্রান্ত বেআইনি কাজ করার অভিযোগ উঠল। বৃহস্পতিবার সেবির পক্ষ থেকে এই বেআইনি কাজের বিরুদ্ধে তদন্ত করে তা বন্ধ করা হয়েছে৷ কীভাবে নোটিস দেওয়ার পরেও এই কাজ চলছিল তা নিয়েও প্রশ্ন তুলেছে সেবি৷

সেবির পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ জন বেআইনিভাবে একটি টেলিগ্রাম গ্রুপ খুলে শেয়ার সংক্রান্ত কাজকর্ম চালাচ্ছিল৷ এ বিষয়ে গত বছর জুলাই এবং অক্টোবরে দু’দফায় হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সতর্ক করা হয়৷ কিন্তু তারপরেও কীভাবে এই বেআইনি কাজ চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে৷

গত বছর ১ জানুয়ারি এবং নভেম্বরে দু’দফায় শেয়ার বাজারে বিভিন্ন তথ্য টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেআইনিভাবে বাইরে প্রকাশ হচ্ছিল বলে সেবির কাছে অভিযোগ জানানো হয়৷ তারপরই এ বিষয়ে তদন্ত শুরু হয়৷ সোশ্যাল মিডিয়ায় এই ভাবে অনৈতিক কাজ হওয়ার প্রসঙ্গটি এর আগেও সামনে এসেছে৷ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে বারবার অনৈতিক বা বেআইনিভাবে ব্যবহার করার অভিযোগ উঠেছে৷ স্টক এক্সচেঞ্জ বা শেয়ার সংক্রান্ত কাজে এর আগেও বিভিন্ন সোশ্যাল সাইটে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল৷

আরও পড়ুন: বিশ্বকে কোভিড অতিমারি থেকে মুক্তি দেবে ওমিক্রনই, দাবি EU বিশেষজ্ঞরা

টেলিগ্রাম চ্যানেলের পরিচালনাকারী ৬ জনের বিরুদ্ধে ২.৮ কোটি ব্যক্তিগত মুনাফা করার অভিযোগ উঠেছে৷ সেজন্য সেবির নির্দেশ পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নিরাপত্তার খাতিরে টেলিগ্রাম চ্যানেলটিকে ব্যবহার করা যাবে না৷ একই রকম অভিযোগ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের বিরুদ্ধে৷ সেখানেও একইভাবে বেআইনি কার্যকলাপের অভিযোগ উঠেছে৷

RELATED ARTICLES

Most Popular