skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশDelhi Stadium: পোষ্যকে নিয়ে আমলার ইভনিং ওয়াক, দিল্লির স্টেডিয়াম খালি করার নির্দেশে...

Delhi Stadium: পোষ্যকে নিয়ে আমলার ইভনিং ওয়াক, দিল্লির স্টেডিয়াম খালি করার নির্দেশে তুমুল বিতর্ক

Follow Us :

নয়াদিল্লি: অ্যাথলিটদের ট্র্যাকে দৌড়চ্ছে বিদেশি কুকুর৷ পিছন পিছন হাঁটছেন আরও দু’জন৷ তাঁদের মধ্যে কালো টি-শার্ট ও হাফ প্যান্ট পরা লোকটি সঞ্জীব খিরওয়ার৷ যিনি কেজরিওয়াল সরকারের রাজস্ব দফতরের প্রধান সচিব৷ অভিযোগ, পোষ্যকে নিয়ে প্রতিদিনই তিনি দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে সান্ধ্যভ্রমণে আসতেন৷ এমন ‘ভিআইপি’ ব্যক্তির জন্য নাকি পুরো স্টেডিয়াম খালি করে রাখা হত৷ অ্যাথলিটদের বলা হত, তাড়াতাড়ি অনুশীলন শেষ করে স্টেডিয়াম ছেড়ে চলে যেতে৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সেই চাঞ্চল্যকর খবর প্রকাশিত হতেই শোরগোল পড়ে গিয়েছে দিল্লিতে৷ কেজরিওয়াল সরকার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে৷ যদিও রাজস্ব বিভাগের প্রধান সচিব সব অভিযোগই অস্বীকার করেছেন৷ জানিয়েছেন, তিনি পোষ্যকে নিয়ে মাঝেমধ্যে স্টেডিয়ামে যেতেন৷ তাঁর সান্ধ্যভ্রমণের জন্য অ্যাথলিটদের অনুশীলনে সমস্যার অভিযোগও মানতে চাননি৷ কিন্তু প্রশ্ন উঠছে, স্টেডিয়ামটা কি পোষ্যকে নিয়ে হাঁটাচলার জায়গা?

২০১০ সালে কমনওয়েলথ গেমসের জন্য ওই স্টেডিয়ামটি তৈরি করা হয়৷ অত্যাধুনিক সব সুযোগ সুবিধাই রয়েছে সেখানে৷ তাই জাতীয় ও রাজ্যস্তরের অ্যাথলিট ও ফুটবলারদের অনুশীলনের অন্যতম পছন্দের জায়গা হয়ে ওঠে স্টেডিয়ামটি৷ কিন্তু অভিযোগ, গত কয়েকমাস ধরে অ্যাথলিটদের সন্ধে ৭টার মধ্যে স্টেডিয়াম খালি করার অলিখিত নির্দেশ দেওয়া হয়৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক অ্যাথলিট বলেন, ‘আগে আমরা রাত ৮টা সাড়ে ৮টা পর্যন্ত অনুশীলন করতাম৷ কিন্তু গত কয়েকমাস ধরে সন্ধে ৭টার মধ্যে স্টেডিয়াম খালি করে দিতে হচ্ছে৷ পরে জানতে পারি, একজন অফিসার সন্ধে সাতটার পর কুকুরকে নিয়ে হাঁটতে আসেন৷ কিন্তু এর জেরে আমাদের প্র্যাকটিসে সমস্যা হচ্ছে৷’

এ ব্যাপারে স্টেডিয়ামের প্রশাসক অজিত চৌধুরির বক্তব্য, প্র্যাকটিসের সময় বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত৷ কিন্তু তীব্র গরমের জন্য অ্যাথলিটদের ৭টা পর্যন্ত অনুশীলন করার অনুমতি দেওয়া হয়৷ তবে সাতটার পর একজন আইএএস অফিসার পোষ্যকে নিয়ে সান্ধ্যভ্রমণে আসেন সেটা তিনি জানেন বলেই দাবি করেন৷ অজিত চৌধুরি বলেন, ‘সব সরকারি অফিস সাতটার মধ্যে বন্ধ হয়ে যায়৷ আমিও সাতটার পর চলে যাই৷ তাই এ ব্যাপারে কিছু জানি না৷’ ততদিনে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দৌলতে পোষ্যকে নিয়ে আইএএস অফিসারের অ্যাথলিটদের ট্র্যাকে হাঁটাহাঁটির ছবি ভাইরাল হয়ে যায়৷ খবরে প্রকাশ, গত মঙ্গলবার সন্ধে সাতটার পর পোষ্যকে নিয়ে স্টেডিয়ামে হাঁটতে আসেন ওই আমলা৷ পোষ্যটি নিজের মতো অ্যাথলিটদের ট্র্যাকে ও ফুটবল মাঠে দৌড়াদৌড়ি করতে থাকে৷

বিষয়টি নিয়ে হইচই শুরু হওয়ার পর সঞ্জীব খেরওয়ারের বক্তব্য, ‘এই স্টেডিয়ামটা অ্যাথলিটদের৷ আমি কখনই তাঁদের স্টেডিয়াম ছেড়ে আগে চলে যেতে বলিনি৷ স্টেডিয়াম বন্ধের সময় আমি সেখানে যাই৷ আশেপাশে কেউ না থাকলে পোষ্যকে খোলাই ছেড়ে দিই৷ তবে কারও আপত্তি থাকলে আমি যাওয়া বন্ধ করে দেব৷’ ট্রেনি অ্যাথলিটদের অভিভাবকরা কাজটিকে মোটেই সমর্থন করেননি৷ তাঁরা জানিয়েছেন, বাচ্চাদের অনুশীলনে ব্যাঘাত ঘটছে৷ উনি যত দেরি করেই আসুন না কেন, সরকারি স্টেডিয়ামটি পোষ্যকে নিয়ে সান্ধ্যভ্রমণ করার জায়গা? এটা ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কী বলব?’

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
SFI | নিট দুর্নীতিতে সরব SFI, ক্লাস বয়কট করে বিক্ষোভ শহরে
01:04:45
Video thumbnail
Madan Mitra | Sayantika Banerjee | মদনের কানে কানে কী বললেন সায়ন্তিকা?
59:10
Video thumbnail
Kamarhati | গ্রেফতার বাহুবলী 'জায়ান্ট' সিং, কীভাবে গ্রেফতার জয়ন্ত সিং ? দেখুন ভিডিও
02:53:02
Video thumbnail
Biman Banerjee | বিধানসভার অধিবেশন কবে? জানিয়ে দিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিও
01:25:11
Video thumbnail
Ghost News | রাত হলেই কান্নার শব্দ, কে ঘুরছে নুপূর পায়ে! আঁতকে ওঠার মত ভিডিও
08:03:01
Video thumbnail
RSS | BJP News | এবার RSS-এর হাতে বঙ্গ বিজেপির রাশ? দলবদলু নিয়ে কড়া সিদ্ধান্ত!
07:17:41
Video thumbnail
N. Chandrababu Naidu | Modi | মোদির চিন্তা বাড়াচ্ছেন চন্দ্রবাবু নাইডু? দেখুন চাঞ্চল্যকর ভিডিও
07:43:43
Video thumbnail
Bratya Basu | অবসরের পর মিলবে বাড়তি ২ লক্ষ টাকা! বড় ঘোষণা রাজ্যে
07:11:14
Video thumbnail
Narendra Modi | Indian Cricket Team | মোদির সঙ্গে টিম ইন্ডিয়া, দেখুন সেই ভিডিও
01:34:06
Video thumbnail
C V Ananada Bose | রাজ্যপালের নামে 'গুরুতর' অভিযোগ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজভবন কর্মী
57:35