Sunday, August 31, 2025
HomeScrollমাছ চুরির অভিযোগে মহিলাকে বেধড়ক অত্যাচার! গ্রেফতার ৪

মাছ চুরির অভিযোগে মহিলাকে বেধড়ক অত্যাচার! গ্রেফতার ৪

কর্ণাটক: ভিন রাজ্যে এবার ঘটে গেল ভয়াবহ ঘটনা। বর্বর ঘটনার সাক্ষি থাকল সেই রাজ্য। কিন্তু ঠিক কী ঘটেছে?

জানা যাচ্ছে, মাছ চুরির দায়ে এক মহিলাকে গাছে বেঁধে বেধরক মারল গ্রামবাসীরা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।

গত বুধবার অর্থাৎ ১৯ মার্চ এই ঘটনাটি ঘটে কর্ণাটকে। তারপরেই সেই হারহিম ভিডিও প্রকাশ পায় সোশ্যাল মিডিয়াতে। আর তারপরেই মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। জনসমক্ষে মহিলাকে এভাবে অত্যাচার করা নিয়ে সরব হয়েছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীও।

আরও পড়ুন: শহিদ দিবসে ভগত সিং, রাজগুরু, সুকদেব থাপারকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

জানা যাচ্ছে, ১৮ মার্চ এই ঘটনাটি ঘটে কর্ণাটকের উদুপীর মালপে-তে মাছ বন্দরে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে যেই ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, এক মহিলাকে গাছে বেঁধে পরপর চড় মারছেন কয়েকজন লোক। এমনকি ঘটনাটি বেশ অনেকে বসে উপভোগ করছেন বলেও দেখা যায়। জনসমক্ষে এই ঘটনা ঘটলেও, কেউ সেই মহিলাকে বাঁচাতে আসেনি বলেই জানা যাচ্ছে। পুলিশ সূত্রে এমনটাই খবর।

এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার দৃষ্টি আকর্ষণ করে। আর তিনি এই ঘটনাকে ‘অমানবিক’ বলে আখ্যা দেন।

তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডলে লেখেন, ‘যে কারণেই হোক না কেন, এভাবে কোনও মহিলার হাত-পা বেঁধে তাঁর উপর অত্যাচার করা নিতান্তই অমানবিক। একইসঙ্গে এটি গুরুতর অপরাধ। এই বর্বরোচিত ব্যবহার কর্ণাটকের মত ভদ্র সভ্য রাজ্যে একেবারেই অনভিপ্রেত। আমাদের রাজ্যে পুলিশ বিভাগ রয়েছে, আইন ব্যবস্থা রয়েছে, চুরি সংক্রান্ত কোনও ঘটনা ঘটলে তারা বিচার করবে।’

দেখুন অন্য খবর

Read More

Latest News