মুম্বই: আজ শহিদ দিবসে (Shaheed Diwas) ভগত সিং (Bhagat Singh), রাজগুরু (Rajguru), সুকদেব থাপারকে (Sukhdev Thapar) শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naredna Modi)। এই বিশেষ দিনটিতে তিন সাহসী স্বাধীনতা সংগ্রামী (Freedom Fighter) ভগত সিং, শিবরাম রাজগুরু, সুখদেব থাপারের আত্মত্যাগের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী।
এই স্বাধীনতা সংগ্রামী দেশরক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেন। ব্রিটিশ সরকার ১৯৩১ সালে এই বীর সংগ্রামীর মৃত্যুদণ্ড কার্যকর করেন। এই তিন ভারতমাতার বীর পুত্র দেশ রক্ষায়, ইংরেজদের দেশকে বিতারিত করতে ১৯২৯ সালে কেন্দ্রীয় আইনসভায় বোমা ফেলেন। কাউকে হত্যার উদ্দেশে এই বোমা নিক্ষেপ ছিল না, কিন্ত এটি ছিল তাদের আন্দোলনের একটি অংশ। ২৫ বছর বয়সেই এই তিন বীর পুত্র দেশের জন্য ফাঁসির দড়ি গলায় পরেন।
আরও পড়ুন: বরফের চাদরে ঢাকল সিকিম-সান্দাকফু
এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, আজ আমাদের জাতি ভগত সিং, রাজগুরু এবং সুখদেবের আত্মত্যাগকে স্মরণ করছে। স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য তাদের নির্ভীক লড়াই আমাদের সকলকে অনুপ্রাণিত করে’।
উল্লেখ্য, প্রতি বছর ২৩ জানুয়ারি ভারতে শহিদ দিবস হিসেবে পালিত হয়। ১৯৩১ সালের এই দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামে জড়িত বিপ্লবী ভগত সিং, সুখদেব এবং রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই সাহসিকতার দিনে আমাদের অমর শহিদদের আত্মত্যাগকে স্মরণ করেই পালিত হয় শহিদ দিবস। অপরদিকে ৩০ জানুয়ারিও শহিদ দিবস হিসেবে পালিত হয়। এই দিনে জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী পালিত হয়। ১৯৪৮ সালের এই দিনে নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে তাঁকে হত্যা করেন। গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে গোটা দেশ এই দিন শ্রদ্ধার সঙ্গে পালন করে।
দেখুন অন্য খবর: