skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent NewsBilkis Begum TMC: প্রার্থী তালিকায় নাম নেই, সিপিএম ছেড়ে তৃণমূলে বিলকিস বেগম

Bilkis Begum TMC: প্রার্থী তালিকায় নাম নেই, সিপিএম ছেড়ে তৃণমূলে বিলকিস বেগম

Follow Us :

কলকাতা: প্রার্থী তালিকা ঘোষণার পরের দিনই দল বদল করলেন কলকাতা পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিলকিস বেগম (Bilkis Begum joining) ৷ রাজ্যের মন্ত্রী ও পুরসভার প্রাক্তন প্রশাসক ফিরহাদ হাকিমের হাত ধরে শনিবার তিনি তৃণমূলে যোগদিয়েছেন৷ ঘাসফুলে (TMC news) যোগদানের পর বিলকিস বেগম বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে সামিল হতে তৃণমূলে যোগ দিয়েছি(KMC Polls 2021)৷ তাঁর নেতৃত্বেই এলাকার মানুষের সেবা করতে চাই৷”  যদিও সূত্রের দাবি, সিপিএম বিলকিস বেগমকে প্রার্থী না করার ক্ষোভে দল বদলেছেন৷ তাহলে কি তৃণমূল কংগ্রেস বিলকিস বেগমকে প্রার্থী করবে? সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

শুক্রবার সবার আগে বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করে৷ মূলত তারুণ্যের উপর জোর দেওয়া হয়েছে প্রার্থী নির্বাচনে৷ যে কারণে প্রার্থী তালিকায় বহু রদবদল হয়েছে৷ যদিও বন্দর বিধানসভার অন্তর্গত ৭৫ নম্বর ওয়ার্ডে তরুণ প্রার্থী করেনি বামেরা৷ বরং, প্রাক্তন কাউন্সিলরকেই প্রার্থী করেছে সিপিআইএম৷ ২০০৫ সালের পুরভোটে সিপিএম থেকে ফৈয়াজ আহমেদ খান জয়ী হন৷ এবার তাঁকেই প্রার্থী করা হয়েছে৷ সূত্রের দাবি, ফৈয়াজ আহমেদ খানের থেকে ৭৫ নম্বর ওয়ার্ডে বিলকিস বেগমের জনপ্রিয়তা বেশি৷ ২০০৫ তুলনায় ২০১০ ও ২০১৫ সালে বিলকিস বেগম বেশি ভোটে জয়ী হন৷ সে কারণেই বিলকিসকে প্রার্থী না করায় অনুগামী মহলে ক্ষোভ ছড়িয়েছে৷ অন্য দিকে, সিপিএম সূত্রের দাবি, ‘২০০৫ সালের পর ৭৫ নম্বর  ওয়ার্ড মহিলা সংরক্ষিত হয়ে যায়৷ এ কারণেই ২০১০ ও ২০১৫-তে বিলকিস বেগমকে প্রার্থী করা হয়েছিল৷ কিন্তু, ২০২১ সালে ৭৫ নম্বর আবার জেনারেল হয়েছে৷ এ কারেণেই বিলকিসকে সরিয়ে ফৈয়াজ আহমেদ খানকে প্রার্থী করা হয়েছে৷

আরও পড়ুন-ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে জরুরি বৈঠকে মোদি, আন্তর্জাতিক উড়ান চালু করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রস্তাব

এ দিকে ৭৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল থেকে নিজামুদ্দিন শাসমকে প্রার্থী করা হয়েছে৷ যিনি রাজ্যের পালাবদলের সময় ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ তাহলে বিলকিস বেগমকে কোন ওয়ার্ড থেকে প্রার্থী করতে পারে তৃণমূল? সূত্রের দাবি, শুক্রবার ১৪৩টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল৷ বেলেঘাটা বিধানসভার ৩৬ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি৷ সেখান থেকে বিলকিস বেগমকে প্রার্থী করা হতে পারে৷ কিন্তু, বন্দরের বাসিন্দাকে বেলেঘাটা এলাকায় প্রার্থী করা হলে ভোট বাক্সে কতটা প্রভাব পড়বে তা নিয়ে কাটাছেঁড়া চলছে৷

 

 

RELATED ARTICLES

Most Popular