skip to content
Saturday, June 29, 2024

skip to content
HomeScrollক্রিকেটের কোন নিয়মে ৫ রান খোয়াল ভারত?
India vs England 2024

ক্রিকেটের কোন নিয়মে ৫ রান খোয়াল ভারত?

এমসিসির এই নিয়মকে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল

Follow Us :

রাজকোট: ইংল্যান্ড ব্যাট করতে নামার আগেই তাদের ইনিংসে ৫ রান যোগ হয়ে গিয়েছিল। কারণ হিসেবে রবিচন্দ্রন অশ্বিনের (R Ashwin) ক্রিজের মাঝখান দিয়ে রান নিতে যাওয়ার অপরাধে। এই অপরাধ অবশ্য অশ্বিনের একার নয়, এই ইনিংসে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) আগেই সতর্ক করেছিলেন আম্পায়ার। তারপর অশ্বিনের এই ভুলের ফল ভুগতে হলো। ক্রিকেটে এমসিসির (MCC) এই নিয়মকে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি (ICC)।

আরও পড়ুন: ৫০০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন রবিচন্দ্রন অশ্বিন  

ক্রিকেটের কোন নিয়মে ৫ রান পেল ইংল্যান্ড?

ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাবের ক্রিকেটের নিয়মের ৪১.১৪.১ নম্বর ধারায় বলা রয়েছে, ‘‘ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, কোনও ভাবেই পিচের ক্ষতি করা অনুচিত। ব্যাটার যদি শট মারার বা খেলার সময় পিচের সুরক্ষিত অংশে প্রবেশ করেন, তা হলে তাঁকে সঙ্গে সঙ্গে সরে যেতে হবে। আম্পায়ার যদি মনে করেন, কোনও ব্যাটার যুক্তিসঙ্গত কারণ ছাড়া সুরক্ষিত অংশে প্রবেশ করেছেন, তবে তা ক্ষতি হিসাবে গণ্য হবে।’’

আরও পড়ুন: জয় শাহের ফরমান সত্ত্বেও রঞ্জি খেলছেন না ঈশান

কতবার সতর্ক করা হয়?

‘‘প্রথম বার এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যাটার এবং দলকে সতর্ক করা হবে। প্রথম সতর্কবার্তাকেই চূড়ান্ত হিসাবে ধরা হবে। একই ইনিংসে দ্বিতীয় বার এমন ঘটলে প্রতিপক্ষ দল ৫ রান পেনাল্টি হিসাবে পাবে। দলের অন্য কোনও ব্যাটার পিচের সুরক্ষিত অংশে প্রবেশ করলেও শাস্তি পেতে হবে। অনিচ্ছাকৃত বা ভুল করে ঢুকে পড়লেও ছাড় পাওয়া যাবে না।’’

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular