Placeholder canvas

Placeholder canvas
HomeScroll৫০০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন রবিচন্দ্রন অশ্বিন  
Ravichandran Ashwin

৫০০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন রবিচন্দ্রন অশ্বিন  

অশ্বিনের কৃতিত্বে অভিনন্দন জানান হিন্দি কমেন্ট্রি বক্সে থাকা কুম্বলে

Follow Us :

রাজকোট: শুধু সময়ের অপেক্ষা ছিল, অবশেষে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক হলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। শুক্রবার তাঁর দ্বিতীয় ওভারের প্রথম বলে সুইপ করেন জাক ক্রলি (Zak Crawley)। বল ব্যাটের কানায় লেগে আকাশে উঠে যায়। শর্ট ফাইন লেগে দাঁড়ানো রজত পাটিদার (Rajat Patidar) ভালো ক্যাচ নেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে ৫০০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন অশ্বিন। অনিল কুম্বলের দখলে আছে ৬১৯ উইকেট।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কররে লোপাট (পর্ব-৩)

টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় নয় নম্বরে আছেন অশ্বিন। সবথেকে কম ম্যাচ খেলে ৫০০ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি। এই রেকর্ডের ক্ষেত্রে তাঁর পরেই উঠে এলেন ভারতীয় অফস্পিনার। অশ্বিনের কৃতিত্বে অভিনন্দন জানান হিন্দি কমেন্ট্রি বক্সে থাকা কুম্বলে। ২০২১ সালে অশ্বিন বলেছিলেন, তিনি যদি ৬১৮ উইকেট নেন তাহলে অবসর নিয়ে নেবেন কারণ কুম্বলেকে পেরোতে চান না। আজ কুম্বলে বললেন, “আমি ওকে এই সিদ্ধান্ত বদলাতে বলব।”

আরও পড়ুন: মরসুম শেষেই প্যারিস ছাড়বেন এমবাপে, জানিয়ে দিলেন ক্লাবকে

 

টেস্ট ক্রিকেটে অশ্বিনের প্রথম শিকার ওয়েস্ট ইন্ডিজের ডারেন ব্র্যাভো। এরপর ৫০, ১০০, ২০০, ৩০০ এবং ৪০০তম শিকার হন যথাক্রমে নিক কম্পটন, ড্যারেন স্যামি, কেন উইলিয়ামসন, লাহিরু গামাগে। ৫০০তম উইকেটটি নিলেন জাক ক্রলির। মাইলফলক ছোঁয়ায় অশ্বিনকে অভিনন্দন জানিয়েছেন শচীন তেন্ডুলকর।

প্রসঙ্গত, ভারতের ৪৪৫ রানের জবাবে দারুণভাবে এগোচ্ছে ইংল্যান্ড। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন বেন ডাকেট (Ben Duckett)। ৫৯ বলে ৬৯ করে অপরাজিত আছেন তিনি। ক্রলি কিছুটা রক্ষণাত্মক খেলছিলেন। অবশেষে আউট হয়ে যান। ১৭ ওভারে ১০০ রান করে ফেলেছে ইংল্যান্ড, অর্থাৎ বাজবল চলছে রাজকোটেও।

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular