Placeholder canvas

Placeholder canvas
Homeকারার ওই লৌহকপাটকারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৩)
Karar Oi Lauho Kopat

কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৩)

শরিক দল মিলে এনডিএ-এর নাকি ৪০০ পার

Follow Us :

না না না প্রশ্ন কোরও না, না না না শব্দ কোরও না, ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না। তো সেই ভগবানের ঘুম ভাঙল কিনা, ভাঙলে তাঁকে প্রশ্ন করা যাবে কি না, করলে তিনি উত্তর দেবেন কি না জানা নেই। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে প্রশ্নের মুখোমুখি হতে বেজায় আপত্তি আছে বা দুষ্টু লোকের কথায় তিনি প্রশ্নকে ভয় পান, সেটা তো আমাদের জানা। জরুরি অবস্থা শেষ হয়েছে, নির্বাচন হয়েছে, ইন্দিরা হেরেছেন, দল ভাঙছে। যাঁরা কদিন আগেই ইন্দিরা ইজ ইন্ডিয়া বলে শ্লোগান দিয়েছিলেন, তাঁরাই দল ছাড়ছেন, প্রিয়রঞ্জন থেকে দেবরাজ আর্স থেকে সিদ্ধার্থ শংকর রায় কেউ পাশে নেই। তেমন এক সময়ে ইন্দিরা মুখোমুখি হয়েছিলেন বিবিসির এক সাংবাদিকের। চোখা চোখা প্রশ্নের সামনে দাঁড়িয়ে এতটুকু বিচলিত দেখায়নি তাঁকে।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কররে লোপাট (পর্ব-১)

আর আমাদের বিশ্বগুরু? ৩০৩ আছে, দাবি করছেন ৩৭০ জনকে জিতিয়ে নিয়ে আসবেন, শরিক দল মিলে এনডিএ-এর নাকি ৪০০ পার, কিন্তু তিনি একজন সাংবাদিকের মুখোমুখি হবেন? একটাও কড়া প্রশ্নের মুখোমুখি হবেন? হরি নাম খাবলা খাবলা। সে গুড়ে বালি। তাঁর জন্য তিনি কিছু জন্তু পুশেছেন, যাঁরা প্রশ্ন করবে আপনি দিনে ২৪ ঘন্টা কাজ করার পরেও ক্লান্ত হন না কেন? আপনি আম কীভাবে খান? চেটে, চুষে না গিলে? এবং ঠিক তাই বেয়াড়া সাংবাদিকদের যে তিনি জেলে পুরবেন, তা তো স্বাভাবিক। হ্যাঁ আমাদের মূখ্য সম্পাদক সেই কারণেই জেলে আছেন, ২১৫ দিন পার হয়ে গেলো জেলেই আছেন। এবং এরকম ভাবার কোনও কারণ নেই যে উনি এ দেশের একমাত্র সাংবাদিক, সম্পাদক যিনি জেলে আছেন। আসুন আজ কেবল তালিকাটা বলি,আগামী কিস্তিতে সেই সব সাংবাদিকদের জেলে কেন পোরা হয়েছে তাই নিয়ে আলোচনা করব।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কররে লোপাট (পর্ব-২)

ঠিক এই মূহুর্তে দেড়শো জনের মত সাংবাদিক, সংবাদকর্মী, সম্পাদক হয় জেলে আছেন নাহলে জেলে বছর দুই-তিন কাটানোর পরে বেলে আছেন। এদের ১৬ জনের বিরুদ্ধে ইউএপিএ-র মামলা আছে, মানে এঁরা রাষ্ট্রের কাছে বিপদজনক, অন্তত মোদি শাহ সেটাই মনে করেন। ৮ জন এমন সাংবাদিক যাঁদের বিরুদ্ধে ইউএপিএ আছে, তাঁরা দুই, তিন, চার বছর জেল খাটার পরে বেল পেয়েছেন। ইকোনমিক অ্যান্ড পলিটিকাল উইকলির কনসালট্যান্ট এডিটর গৌতম নভলাখা হাউস অ্যারেস্টে আছেন। যাঁরা প্রশ্ন করেন, আরএসএস বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির সমালোচনা করেন, মোদি শাহ সরকারকে প্রশ্ন করেন তাঁরা জেলে, আমাদের মূখ্য সম্পাদক কৌস্তুভ রায়ও জেলে।

RELATED ARTICLES

Most Popular